Kejriwal: কেজরীবালের গাজিপুর সফর ঘিরে ধুন্ধুমার, ‘নির্বাচনী মণ্ডূক’ বলে কটাক্ষ গম্ভীরের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 27, 2022 | 7:22 PM

Kejriwal Gazipur row: বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গাজিপুরে আবর্জনা ফেলার স্থান পরিদর্শন করা নিয়ে ধুন্ধুমার বাধল। তাঁকে নির্বাচনী মণ্ডুক বলে কটাক্ষ করলেন গৌতম গম্ভীর।

Kejriwal: কেজরীবালের গাজিপুর সফর ঘিরে ধুন্ধুমার, নির্বাচনী মণ্ডূক বলে কটাক্ষ গম্ভীরের
কেজরীবালের সফরের পরই দুই বছরের পুরোনো চিঠি টুইট করলেন গম্ভীর

Follow Us

নয়া দিল্লি: বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গাজিপুরে আবর্জনা ফেলার স্থান পরিদর্শন করা নিয়ে ধুন্ধুমার বাধল। বিজেপি পরিচালিত দিল্বি পুরসভার বিরুদ্ধে দিল্লিতে তিনটি আবর্জনার পাহাড় তৈরি এবং দিল্লি শহরকে আবর্জনায় ভরিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন কেজরীবাল। এরপরই তিনি এদিন গাজিয়াপুর ল্যান্ডফিল সাইট পরিদর্শনে আসেন। কালো পতাকা দেখিয়ে, স্লোগান দিয়ে তাঁর এই সফরের বিরোধিতা করেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাদের পাল্টা স্লোগান তোলেন আপ কর্মীরাও। পরে, পূর্ব দিল্লির বিজেপি বিধায়ক গৌতম গম্ভীরও এক পুরোনো চিঠি টুইট করে একহাত নিয়েছেন কেজরীবালকে।

গত ১৫ বছর ধরে দিল্লির সবকটি পুরসভার ক্ষমতায় রয়েছে বিজেপি। চলতি বছরেই দিল্লির তিনটি পুরসভাকে একত্রিত করে একটি পুরনিগম গঠন করা হয়েছে। ২০২৩ সালের শুরুতেই এই পুরনিগমের নির্বাচন হওয়ার কথা। তার আগে শহরের আবর্জনার সমস্যাকেই মূল নির্বাচনী ইস্যু করে তুলতে চাইছে আম আদমি পার্টি। তারই অংশ হিসেবে এদিন গাজিপুরের ল্যান্ডফিল সাইটে গিয়েছিলেন কেজরীবাল। সেখানে তিনি বলেন, “আমরা আবর্জনার পাহাড় দেখতে পাচ্ছি। বিজেপি গত ১৫ বছর ধরে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন চালাচ্ছে। এই সময়ের মধ্যে দিল্লিকে তারা এমন তিনটি আবর্জনার পাহাড় দিয়েছে। পুরো দিল্লিকেই তারা আবর্জনার স্তূপে পরিণত করেছে। দিল্লির মানুষ তাদের শহর পরিষ্কার করার কাজ দিয়েছিল।”

বিজেপি কোনও কাজ করে দেখাতে পারেনি। সেই লজ্জা ঢাকতেই তাঁর গাজিপুর সফরের বিরোধিতা করেছে বিজেপি কর্মীরা, এমনই দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, গত ৫ বছরে দিল্লির স্কুলগুলির প্রভূত উন্নতি করেছে আপ সরকার। বিজেপি নেতা-কর্মীদের দিল্লির স্কুল, হাসপাতাল এবং মহল্লা ক্লিনিকগুলি ঘুরে দেখার চ্যালেঞ্জ জানান তিনি। সেই ক্ষেত্রে কোনও আপ কর্মী তাদের বাধা দেবে না।

বিজেপির অভিযোগ, পুরসভাকে পর্যাপ্ত অর্থ দেয় না সরকার। সেই কারেই বহু প্রকল্পের কাজ আটকে রয়েছে। এই অভিযোগ উড়িয়ে দিয়ে কেজরীবাল দাবি করেছেন, গত ১৫ বছরে ১ লক্ষ কোটি টাকা খরচ করেছে বিজেপি পরিচালিত তিনটি পুরসভা। কিন্তু, কোনও কাজ হয়নি। কেজরীবাল প্রশ্ন তোলেন, “কোথায় গেল সেসব টাকা? কেন্দ্র তো এক পয়সাও দেয়নি।”

এর কিছু পরই, টুইটারে একটি পুরোনো চিঠি শেয়ার করে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর দাবি করেছেন, শুধুমাত্র দিল্লি পুর নিগমের নির্বাচনের আগেই কেজরীবালের গাজিয়াবাদের ল্যান্ডফিল সাইটের কথা মনে পড়েছে। গম্ভীরের দাবি, ২০১৯-এর পর থেকে অন্তত আটবার তিনি ওই স্থানে গিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে তিনি বারবার সেখানে আসতে বলেছিলেন, কিন্তু তিনি আসেনি। টুইটে গম্ভীর লেখেন, “নির্বাচনী মণ্ডুকরা (ব্যাং) আকাশ দেখে বাড়ি থেকে বের হয়, মানুষের কষ্ট দেখে নয়।”

গম্ভীরের টুইট করা চিঠিটি ২০২০ সালের। কেজরীওয়াল তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরই গম্ভীর সেটি পাঠিয়েছিলেন। প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ লিখেছিলেন, “ফল প্রকাশ এবং আপনার শপথ গ্রহণের পর বেশ কিছু সময় কেটে গিয়েছে। আমি এশিয়ার বৃহত্তম ল্যান্ডফিল সাইটগুলির অন্যতম, গাজিপুর ল্যান্ডফিলে নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। ল্যান্ডফিল সাইটের কাছাকাছি বসবাসকারী মানুষের অবস্থা খুব খারাপ। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে, আপনার উচিত সাইটটি পরিদর্শন করা এবং তাদের অবস্থা নিজের চোখে দেখা।

Next Article