Bihar: মদ ‘পাচার’ করছে কুকুর! বিহারে জার্মান শেফার্ডকে আটক করে থানায় রাখল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 18, 2022 | 2:26 PM

German Shepherd: আপাতত দুধ এবং কনফ্লেক্স খেতে দেওয়া হচ্ছে কুকুরটিকে। কিন্তু তার হাবভাবই বলে দিচ্ছে সে খুশি নয়।

Bihar: মদ ‘পাচার’ করছে কুকুর! বিহারে জার্মান শেফার্ডকে আটক করে থানায় রাখল পুলিশ
প্রতীকী ছবি

Follow Us

বক্সার: বেশ কয়েক বছর মদ নিষিদ্ধ হয়েছে বিহারে। সে রাজ্যের উপর দিয়ে যাওয়া গাড়িতে মদের বোতল পেলেও গ্রেফতার করে সে রাজ্যের পুলিশ। লিকার প্রহিবিশন আইনের অধীনে দুই ব্যক্তির পাশাপাশি গ্রেফতার করেছে একটি জার্মান শেফার্ড কুকুরকেও। সেই কুকুরকে থানায় রাখতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে পুলিশ কর্মীদের। বিহারের বক্সারে সম্প্রতি ঘটেছে এই ঘটনা। মদ পাচারের অভিযোগে কুকুরকে গ্রেফতারের ঘটনায় অবাক হচ্ছেন নেটিজেনরা।

উত্তর প্রদেশের গাজিপুর থেকে একটি গাড়ি এসেছিল বিহারের বক্সারে। বক্সারের মুফাসিল থানার পুলিশকর্মীরা রাস্তায় সে সময় চেকিং করছিলেন। তাঁরা গাড়িটিকে আটকান। এবং চালকের শ্বাস পরীক্ষা করেন। তাতে দেখা যায় গাড়িতে থাকা দুই ব্যক্তি মত্ত অবস্থায় রয়েছেন। তখন গাড়িতে তল্লাশি চালিয়ে ৬ বোতল মদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এর পরই ওই মদ বাজেয়াপ্ত করে বিহার পুলিশ। লিকার প্রহিবিশন আইনে দুই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় মুসাফিল থানায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তির নাম রামসুরেশ কুমার এবং ভুবনেশ্বর কুমার। সেই গাড়িতে ওই ব্যক্তিদের সঙ্গে ছিল একটি জার্মান শেফার্ড কুকুর। সেই কুকুরটিকেও আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত দুই ব্যক্তিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু কুকুরটিকে রাখা হয়েছে থানায়। সেই কুকুরকে থানায় রাখতে গিয়ে সমস্যা বেড়েছে পুলিশকর্মীদের।

কুকুরকে থানায় রাখা নিয়ে পুলিশকর্মীরা জানিয়েছেন, কুকুরের দেখাশোনা করতে খুব সমস্যা হচ্ছে। কী খেতে দেওয়া হবে কুকুরকে তা বুঝতে পারছেন না পুলিশকর্মীরা। আপাতত দুধ এবং কনফ্লেক্স খেতে দেওয়া হচ্ছে কুকুরটিকে। কিন্তু তার হাবভাবই বলে দিচ্ছে সে খুশি নয়। পুলিশ জানিয়েছে, হিন্দিতে দেওয়া নির্দেশ বুঝতে পারে না কুকুরটি। এক মাত্র ইংরেজিতে দেওয়া নির্দেশই বুঝতে পারে। এ জন্য ইংরেজি জানা স্থানীয় যুবকের সাহায্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এক পুলিশ অফিসার।

Next Article