গাজিয়াবাদ: তীব্র দাহদাহে পুড়ছে উত্তর ও মধ্য ভারত। অস্বাভাবিক তাপপ্রবাহ চলছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। মঙ্গলবার, রাজস্থানের চুরু এবং হরিয়ানার সিরসায়পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। পাল্লা দিচ্ছে রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকাও। গরম ঠিক কতটা? বুঝিয়ে দিল গাজিয়াবাদের রাজ নগর এক্সটেনশনের অফিসার সিটি ২ সোসাইটির এক ঘটনা। বারান্দায় রাখা ছিল ওয়াশিং মেশিন। বুধবার সকালে তীব্র গরমে সেই মেশিনটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবাসিক এলাকায় হইচই পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। তবে, ওই বাড়ির লোকজন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কেউ হতাহত হননি।
Heatwave havoc in Ghaziabad: Washing machine in the balcony catches fire and burns down. The video of the fire goes viral on social media. Incident occurred in Raj Nagar Extension, Officer City 2 Society. #Ghaziabad #HeatWave #FireIncident #RajnagarExtension @kumar6875 pic.twitter.com/PPrz7IzruI
— Local Post (@localpostit) May 29, 2024
ঘটনার দুটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বহুতল ভবনের একটি ফ্ল্যাটের বারান্দা থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। বারান্দা থেকে আগুনের শিখাও চোখে পড়ে। নিরাপত্তাজনিত কারণে, ভবনটির সবকটি ফ্ল্যাটের বাসিন্দাদেরই বের করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ভিডিয়োটিতে দেথা যাচ্ছে, ফোম ও বালতি করে জল দিয়ে এগুন নেভানোর কাজ করছেন ওই আবাসিক সোশাইটির কর্মীরা। তবে, তার আগেই ওয়াশিং মেশিনটি পরো পুড়ে যায়। ভিডিয়োতে সেটির যা অবস্থা দেখা গিয়েছে, তাতে সেটিকে ওয়াশিং মেশিন বলে চেনার উপায় নেই। তবে, শুধুমাত্র রোদের মধ্যে চালানোয় অতিরিক্ত তাপে সেটিতে আগুন ধরেছিল নাকি, শর্ট সার্কিট হয়েছিল, তা স্পষ্ট নয়।
#गाजियाबाद – गर्मी से हाहाकार, जलकर खाक हुई वॉशिंग मशीन। गर्मी से बालकनी में रखी वॉशिंग मशीन में लगी आग। आग लगने का वीडियो सोशल मीडिया पर ववायरल। राजनगर एक्सटेंशन ऑफीसर सिटी 2 सोसाइटी का मामला। pic.twitter.com/3sfkKdmDzK
— Danish Khan (@Danishk77853628) May 29, 2024
তবে এই ঘটনায়, তীব্র দাবদাহের মধ্যে ইলেক্ট্রিকাল যন্ত্রপাতি চালানোর ঝুঁকি এবং সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ইলেক্ট্রিকাল যন্ত্রপাতি ব্যবহার করার বিষয়ে বিশেষ সতর্কতা নিতে বলেছে। বিশেষ করে ইলেকট্রিকাল যন্ত্রপাতিগুলি সরাসরি রোদে নীচে বা তাপমাত্রা যেখানে বেশি, এমন কোনও জায়গায় রাখতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার দিল্লির অন্তত তিনটি আবহাওয়া অফিস ঐতিহাসিকভাবে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। দিল্লির মুঙ্গেশপুর এবং নারেলায় তাপমাত্রা ছিল ৪৯.৯। নজফগড়ে তাপমাত্রা ছিল ৪৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ মে থেকে এই তাপপ্রবাহ অবস্থা থেকে মুক্তি পাবে ভারত।