Video on Kedarnath Route: ফের পাহাড়ের গা বেয়ে নেমে এল হিমবাহ, স্থগিত কেদারনাথ যাত্রা
কেদারনাথ যাত্রীদের ট্রেক আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করা হলেও হেলিকপ্টার পরিষেবা চালু রয়েছে। পুণ্যার্থীরা চাইলে হেলিকপ্টারে কেদারনাথ যেতে পারবেন জেলা প্রশাসনের আধিকারিক জানিয়েছেন।
কেদারনাথ: ফের বন্ধ হয়ে গেল কেদারনাথ (Kedarnath) যাওয়ার পথ। আবারও পাহাড় বেয়ে নেমে এল হিমবাহ (Glacier)। এবারও দুটি হিমবাহের খানিক অংশ গলে গিয়ে নীচে নেমে এসেছে। যার জেরে গোটা রাস্তা তুষারাবৃত হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতেই বৃহস্পতিবার ফের কেদারনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার থেকে ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দুটি হিমবাহ গলে নেমে এল। হিমবাহ নেমে আসার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। চারধাম যাত্রার (Chardham Yatra) মাঝে এভাবে বারবার হিমবাহ নেমে এসে কেদারনাথ মন্দির (Kedarnath Temple) যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পুণ্যার্থীরা।
এদিন ভৈরবী ও কুবের হিমবাহ দুটির খানিক অংশ ভেঙে পড়েছে। বুধবারও এই দুটি হিমবাহ ভেঙে নীচে নেমে এসেছিল। কেদারনাথ মন্দিরের প্রায় ৫ কিলোমিটার নীচের রাস্তায় নেমে এসেছে হিমবাহের অংশবিশেষ যার ফলে কেদারনাথ মন্দির যাওয়ার ওই ৫ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যায়। সেই ঘটনার রেশ কাটিয়ে এদিন যাত্রা শুরু হতে না হতেই পুনরায় একই ঘটনা ঘটল। এদিন বিকালে আবার ওই দুটি হিমবাহেরই খানিক অংশ ভেঙে নীচে রাস্তায় নেমে এসেছে। ঝুঁকি এড়াতেই কেদারনাথ পুণ্যার্থীদের যাত্রা আপাতত স্থগিত করে দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের আধিকারিক ময়ূর দীক্ষিত বলেন, “যাঁরা হেঁটে কেদারনাথ মন্দির যাচ্ছেন, তাঁদের রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত ট্রেক আপাতত বন্ধ রাখার আবেদন জানাচ্ছি।”
Uttarakhand: Yatra route towards Kedarnath Dham temporarily closed after fragment of Bhairav glacier breaks off. NDRF and SDRF on the spot.
We appeal the pilgrims going on foot to not trek until the Yatra route is completely smooth. Passengers can take helicopter services if… pic.twitter.com/fiE8mx314L
— Deeksha Negi (@NegiDeekshaa) May 4, 2023
এদিন বিকালে হিমবাহ ভেঙে পড়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছে উদ্ধারকারীররা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল একযোগে পুণ্যার্থীদের উদ্ধার করে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে।
জেলা প্রশাসনের তরফে কেদারনাথ যাত্রীদের ট্রেক আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করা হলেও হেলিকপ্টার পরিষেবা চালু রয়েছে। পুণ্যার্থীরা চাইলে হেলিকপ্টারে কেদারনাথ যেতে পারবেন জেলা প্রশাসনের আধিকারিক জানিয়েছেন।
প্রসঙ্গত, অতিরিক্ত তুষারপাতের জেরে ইতিমধ্যে কয়েকবার কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে ফের তুষারপাত শুরু হয়। ফলে যাত্রীদের ঋষিকেশ, শ্রীনগর, ফাটা এবং সোনপ্রয়াগে আটকে দেওয়া হয়েছিল। তারপর বুধবার হিমবাহ ভেঙে নেমে এলে কেদারনাখথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়। এরপর এদিন বিকালে ফের হিমবাহ নেমে এল রাস্তায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত সেরকম কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।