Train Accident: হুড়মুড়িয়ে উল্টে পড়ল মালগাড়ি, কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 17, 2024 | 2:05 PM

Goods Train Derail: এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির জ়াখিরা ফ্লাইওভারের কাছে পটেল নগর-দয়াবস্তি সেকশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে মালগাড়িটি। কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়, ছিটকে পড়ে যায় লাইনের পাশে। মালগাড়িতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়াগন থেকে হুড়মুড়িয়ে পাশে গড়িয়ে পড়ে সেই লোহার শিট। 

Train Accident: হুড়মুড়িয়ে উল্টে পড়ল মালগাড়ি, কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা
লাইনচ্যুত মালগাড়ি।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সপ্তাহ শেষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উল্টে গেল একটি মালগাড়ি। শনিবার দুপুরে দিল্লিতে একটি মালগাড়ি উল্টে যায়। কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। মালগাড়ির নীচে কয়েকজনের চাপা পড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লির জ়াখিরা ফ্লাইওভারের কাছে পটেল নগর-দয়াবস্তি সেকশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে মালগাড়িটি। কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়, ছিটকে পড়ে যায় লাইনের পাশে। মালগাড়িতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়াগন থেকে হুড়মুড়িয়ে পাশে গড়িয়ে পড়ে সেই লোহার শিট।

বস্তির পাশেই রেললাইন থাকায় লাইনের ধারে অনেকে উপস্থিত ছিলেন। মালগাড়ি উল্টে যাওয়ায় কয়েকজন কামরার নীচে চাপা পড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ। কীভাবে মালগাড়ি উল্টে গেল, তা এখনও জানা যায়নি।

Next Article