Murder Case: গ্রামের মেয়েকে হেনস্থা, পুলিশে অভিযোগ করায় গুণ্ডারা পোলে ঝুলিয়ে দিল দলিত যুবককে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 13, 2022 | 12:42 PM

ওই দলিত যুবক এক দলিত মেয়েকে হেনস্থার প্রতিবাদ করেছিলেন। সেই হেনস্থার বিষয়টি নিয়ে পুলিশের কাছেও গিয়েছিলেন।

Murder Case: গ্রামের মেয়েকে হেনস্থা, পুলিশে অভিযোগ করায় গুণ্ডারা পোলে ঝুলিয়ে দিল দলিত যুবককে
প্রতীকী ছবি

Follow Us

রাঁচী: এক দলিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল ঝাড়খণ্ডের পাঁচদা গ্রামে। সোমবার রাতে ইলেকট্রিক পোলে ওই যুবকের দেহ ঝুলতে দেখেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, ওই দলিত যুবক (Dalit Youth) এক দলিত মেয়েকে হেনস্থার প্রতিবাদ করেছিলেন। সেই হেনস্থার বিষয়টি নিয়ে পুলিশের কাছেও গিয়েছিলেন। এর পরই ওই যুবককে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দলিত যুবকের নাম সেতান ভুঁইয়া।

সূত্র মারফত জানা গিয়েছে, ৫ অক্টোবর উচ্চবর্ণের পরিবারের এক গুণ্ডা গ্রামের মধ্যেই এক দলিত মেয়েকে হেনস্থা করছিলেন। সে সময় দুই গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। তখনই হেনস্থায় অভিযুক্ত পুলিশে দলিতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পর সেতান হাজারিবাগের এসসি/এসটি থানায় অভিযোগ দায়ের করেন। এর পরই গুণ্ডারা তাঁকে ইলেকট্রিক পোলে ঝুলিয়ে খুন করে বলে অভিযোগ।

ঘটনা নিয়ে মৃতের এক আত্মীয় অনিল কুমার ভুঁইয়া জানিয়েছেন, পাঁচদার বেশ কিছু গুণ্ডা ওই দলিত মহিলাকে প্রায়শই হেনস্থা করত। আমরা তা আটকানোর চেষ্টা করি এবং মামলাও দায়ের করি। কিন্তু জেলা প্রশাসন আমাদের অভিযোগের প্রেক্ষিতে কোনও ব্যবস্থা নেয়নি। ঘটনার পর কেরেদারি থানার স্টেশন হাউস অফিসার সাধন গড়াই জানিয়েছেন, ঘটনা নিয়ে মামলা দায়ের করা হয়েছে। ১১ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪, ৩৪ এবং ৩০২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঝাড়খণ্ডের এক মন্ত্রী আলমগির আলম ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, ওই এলাকায় অপরাধ কমানোর চেষ্টা করা হচ্ছে।

Next Article