নয়া দিল্লি: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় গ্রেফতার কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা যায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) কথা। তিনি গোপাল দলপতির (Gopal Dalapati) দ্বিতীয় পক্ষের স্ত্রী। পেশায় মডেল। অভিনয় জগতেও পা রাখার চেষ্টা করছিলেন। সেই হৈমন্তী নাকি সব টাকা লেনদেনের বিষয় জানেন। সম্প্রতি এমনই দাবি করেছেন কুন্তল ঘোষ। আর তারপর থেকেই নানান জল্পনা, গুঞ্জন… কিন্তু সেই হৈমন্তী গঙ্গোপাধ্যায় কোথায়? উত্তর এখনও জানা নেই। জানেন না গোপাল দলপতিও। তবে টিভি নাইন বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে গোপাল দলপতি জানালেন, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। সঙ্গে এও বললেন, খুব শীঘ্রই হৈমন্তী সংবাদ মাধ্যমের সামনে এসে গোটা বিষয়টি খোলসা করবেন।
হৈমন্তী প্রসঙ্গে গোপাল দলপতি বললেন, ‘তিনি একটু অসুস্থ আছেন। বলেছেন, একটু সুস্থ হয়ে মিডিয়াকে ডেকে সব জানিয়ে দেবেন।’ গোপালবাবুর দাবি, হৈমন্তী গাঙ্গুলীর নাম অপপ্রচার করার জন্য এবং তদন্তকে অন্য পথে ঘোরানোর জন্য প্রকাশ্যে আনা হয়েছিল। গোপাল দলপতি ইতিপূর্বেই জানিয়ে দিয়েছেন, হৈমন্তীর নামে কেউ এক টাকাও পাবেন না।
এদিকে কুন্তলের মুখে হৈমন্তীর নাম উঠে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। ভেসে উঠতে থাকে একের পর এক তথ্য। জানা যায়, হৈমন্তীর বাবার বাড়ি হাওড়ার বাকসাড়ায়। সেখানেও পৌঁছে গিয়েছিল টিভি নাইন বাংলা। হাওড়ার ওই এলাকায় গিয়ে জানা যায়, গোপালের সঙ্গে হৈমন্তীর বিয়ে মেনে নেয়নি তাঁর পরিবার। অথচ প্রতিবেশীদের মুখে শোনা যায়, বেশ এলাহি আয়োজন করেই নাকি বিয়ে হয়েছিল দুইজনের। সেখান থেকেই জানা যায়, টালিগঞ্জের একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা। টালিগঞ্জেও পৌঁছে যায় টিভি নাইন বাংলা। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে, সেখানেও আসছেন না তাঁরা। পরে জানা যায়, গোপাল দলপতি বর্তমানে দিল্লিতে রয়েছেন। মার্চের শুরুর দিকে শহরে ফিরে গোয়েন্দাদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে গোপাল দলপতির।