Medical Negligence: এক সপ্তাহ ধরে ঘুটঘুটে অন্ধকার, সরকারি হাসপাতালে মোম-টর্চ জ্বেলেই চলছে রোগীদের চিকিৎসা!

ঈপ্সা চ্যাটার্জী |

May 24, 2024 | 7:45 AM

Hospital: জানা গিয়েছে, বিগত এক সপ্তাহ ধরেই হাসপাতালে এই দশা। চিকিৎসক ও রোগীদের হাজারো সমস্যার পরও হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটরের ব্যবস্থা করেনি। মোমবাতি, টর্চ, মোবাইলের আলোতেই রোগীদের পরীক্ষা থেকে প্লাস্টার বা ক্ষতস্থানে সেলাই করা হচ্ছে।

Medical Negligence: এক সপ্তাহ ধরে ঘুটঘুটে অন্ধকার, সরকারি হাসপাতালে মোম-টর্চ জ্বেলেই চলছে রোগীদের চিকিৎসা!
মোবাইলের আলোয় চলছে চিকিৎসা।
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: সরকারি হাসপাতাল। সেখানে রোগীদের বিশ্বমানের পরিষেবা পাওয়ার কথা। কিন্তু আধুনিক চিকিৎসা পরিষেবা তো দূর, আগে বিদ্যুৎ জোগাড় হোক!  ১০০ বেডের হাসপাতালে নেই বিদ্যুৎ, হাসপাতালের কর্মীরা টর্চ জ্বালিয়েই করছেন কাজ। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রোগীদের দেখছেন চিকিৎসকরা। গরমে ঘেমে-নেয়ে এক হলেও, জেনারেটরের ব্যবস্থা করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সরকারি হাসপাতালের এই বেহাল দশার চিত্র উঠে এসেছে কর্নাটকে। সেখানের চিত্রদুর্গা জেলার মোলাকালমুরুতে একটি সরকারি হাসপাতালে বিদ্যুৎ নেই। মোমবাতি, টর্চ, মোবাইলের আলোতেই রোগীদের পরীক্ষা থেকে প্লাস্টার বা ক্ষতস্থানে সেলাই করা হচ্ছে। বাতিল করে দেওয়া হচ্ছে ওটি।

জানা গিয়েছে, বিগত এক সপ্তাহ ধরেই হাসপাতালে এই দশা। চিকিৎসক ও রোগীদের হাজারো সমস্যার পরও হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটরের ব্যবস্থা করেনি।

গত সপ্তাহে কর্নাটকে ভারী বৃষ্টির পরই এই হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কংগ্রেস বিধায়ক এনওয়াই গোপালকৃষ্ণের দাবি, হাসপাতালের কাছে ১০০ কিলোওয়াটের জেনারেটর রয়েছে। কিন্তু ১০০ বেডের হাসপাতালে কমপক্ষে ২৫০ কিলোওয়াটের জেনারেটর প্রয়োজন। হাসপাতালের প্রধান চিকিৎসক বিজেপির সঙ্গে যুক্ত, ভোট আবহে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এক সপ্তাহ ধরে সমস্যার কথা জানাননি এবং জেনারেটরের আবেদনও করেননি।

বিধায়ক হাসপাতাল পরিদর্শনেও যান। সেখানে চিকিৎসকের সঙ্গে তাঁকে উত্তপ্ত বাক্যবিনিময় করতেও দেখা যায়। বিধায়ক অভিযোগ করেন, হাসপাতাল পরিদর্শনে যাওয়ায় ওই চিকিৎসক গালিগালাজ করেছেন। পরে ওই চিকিৎসক ক্ষমা চেয়ে নেন বলেও জানা গিয়েছে।

এদিকে, বিজেপিও কর্নাটকের শাসক দল কংগ্রেসকে আক্রমণ করেছে। সোশ্য়াল মিডিয়ায় হাসপাতালে মোমবাতি, টর্চ জ্বেলে চিকিৎসার ছবি পোস্ট করে সিদ্দারামাইয়া সরকারকেই দুষেছে বিজেপি।

Next Article