Painkiller alert: কথায়-কথায় পেইনকিলার খান? ‘মেফটাল’ নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 07, 2023 | 9:42 PM

Painkiller alert: গাঁটে-গাঁটে ব্যথা, প্রদাহ, জ্বর এবং দাঁতের ব্যথা থেকে রিউমাটয়েড আর্থারইটিস, অস্টিওআর্থারাইটিস, ডিসমেনোরিয়ার চিকিৎসায় ব্যথানাশক ওষুধ 'মেফটাল' প্রেসক্রাইব করে থাকেন চিকিৎসকেরা। এবার এই ওষুধের বিষয়ে সতর্কবার্তা জারি করল ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন (IPC)।

Painkiller alert: কথায়-কথায় পেইনকিলার খান? মেফটাল নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্র
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: দাঁতে ব্যথা, আর্থ্রারাইটিসের ব্যথা থেকে মহিলাদের ঋতুকালীন সমস্যার জেরে ব্যথা হোক- সবকিছুতেই কথায়-কথায় পেইনকিলার ‘মেফটাল’ খেয়ে থাকেন অনেকেই। কিন্তু, এই ওষুধের প্রভাব মারাত্মক হতে পারে। এমনই সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন (IPC)।

IPC সতর্কবার্তায় জানিয়েছে যে, ব্যথানাশক ওষুধ হিসাবে ব্যবহৃত ‘মেফটাল’ -এর ব্যবহারে বিরূপ প্রতিক্রিয়া, DRESS উপসর্গের সৃষ্টি হচ্ছে বলে প্রাথমিক নিরীক্ষণে ধরা পড়েছে। DRESS উপসর্গ বলতে মূলত অ্যালার্জি, শরীরে ব়্যাশ, জ্বরে আক্রান্ত হওয়ার কথা বলা হয়। মেফটাল -এর উপাদান, মেফেনামিক অ্যাসিড, ইওসিনোফিলিয়ার থেকেই এই ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে IPC উল্লেখ করেছে। মূলত, মেফটাল গ্রহণের দু-আট সপ্তাহ পরই এই ধরনের নানান উপসর্গ দেখা যাচ্ছে।

তাই মেফটাল খাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে IPC। এই ওষুধ খাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে রোগী ও তাদের পরিবারকে কেন্দ্রের কাছে রিপোর্ট দেওয়ার পরামর্শ দিয়েছে IPC। কমিশনের অধীনে PvPI-এর জাতীয় সমন্বয় কেন্দ্রের ওয়েবসাইট www.ipc.gov.in বা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ADR PvPI-এর মাধ্যমে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া PvPI-এর হেল্পলাইন নম্বর ১৮০০-১৮০-৩০২৪-এ ফোন করেও সমস্যার কথা জানাতে পারেন।

প্রসঙ্গত, গাঁটে-গাঁটে ব্যথা, প্রদাহ, জ্বর এবং দাঁতের ব্যথা থেকে রিউমাটয়েড আর্থারইটিস, অস্টিওআর্থারাইটিস, ডিসমেনোরিয়ার চিকিৎসায় ব্যথানাশক ওষুধ ‘মেফটাল’ প্রেসক্রাইব করে থাকেন চিকিৎসকেরা।

Next Article