নয়া দিল্লি: দাঁতে ব্যথা, আর্থ্রারাইটিসের ব্যথা থেকে মহিলাদের ঋতুকালীন সমস্যার জেরে ব্যথা হোক- সবকিছুতেই কথায়-কথায় পেইনকিলার ‘মেফটাল’ খেয়ে থাকেন অনেকেই। কিন্তু, এই ওষুধের প্রভাব মারাত্মক হতে পারে। এমনই সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন (IPC)।
IPC সতর্কবার্তায় জানিয়েছে যে, ব্যথানাশক ওষুধ হিসাবে ব্যবহৃত ‘মেফটাল’ -এর ব্যবহারে বিরূপ প্রতিক্রিয়া, DRESS উপসর্গের সৃষ্টি হচ্ছে বলে প্রাথমিক নিরীক্ষণে ধরা পড়েছে। DRESS উপসর্গ বলতে মূলত অ্যালার্জি, শরীরে ব়্যাশ, জ্বরে আক্রান্ত হওয়ার কথা বলা হয়। মেফটাল -এর উপাদান, মেফেনামিক অ্যাসিড, ইওসিনোফিলিয়ার থেকেই এই ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে IPC উল্লেখ করেছে। মূলত, মেফটাল গ্রহণের দু-আট সপ্তাহ পরই এই ধরনের নানান উপসর্গ দেখা যাচ্ছে।
তাই মেফটাল খাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে IPC। এই ওষুধ খাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে রোগী ও তাদের পরিবারকে কেন্দ্রের কাছে রিপোর্ট দেওয়ার পরামর্শ দিয়েছে IPC। কমিশনের অধীনে PvPI-এর জাতীয় সমন্বয় কেন্দ্রের ওয়েবসাইট www.ipc.gov.in বা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ADR PvPI-এর মাধ্যমে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া PvPI-এর হেল্পলাইন নম্বর ১৮০০-১৮০-৩০২৪-এ ফোন করেও সমস্যার কথা জানাতে পারেন।
প্রসঙ্গত, গাঁটে-গাঁটে ব্যথা, প্রদাহ, জ্বর এবং দাঁতের ব্যথা থেকে রিউমাটয়েড আর্থারইটিস, অস্টিওআর্থারাইটিস, ডিসমেনোরিয়ার চিকিৎসায় ব্যথানাশক ওষুধ ‘মেফটাল’ প্রেসক্রাইব করে থাকেন চিকিৎসকেরা।