Samsung মোবাইল ব্যবহার করেন? চুরি হতে পারে তথ্য, সতর্কতা কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 15, 2023 | 12:21 PM

High-Risk Alert For Samsung Phone Users: সিইআরটি বলেছে, "স্যামসাং-এর ফোনগুলিতে একাধিক দুর্বলতা রিপোর্ট করা হয়েছে। এই দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে কোনও সাইবার অপরাধী সুরক্ষা ব্যবস্থাগুলিতে লঙ্ঘন করতে পারে, সংবেদনশীল তথ্য তাদের নাগালে চলে আসতে পারে এবং নির্দিষ্ট ফোনে তারা নির্বিচারে বিভিন্ন কোড চালাতে পারে।"

Samsung মোবাইল ব্যবহার করেন? চুরি হতে পারে তথ্য, সতর্কতা কেন্দ্রের
স্যামসাং মোবাইল ফোন ব্যবহারকারীদের সাবধান করল কেন্দ্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: স্যামসাং (Samsung) সংস্থার ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করল ভারত সরকার। চলতি সপ্তাহে, ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি (CERT)-র পক্ষ থেকে জানানো হয়েছে, স্যামসাং-এর ফোনের সেটগুলিতে একাধিক দুর্বলতা রয়েছে। শুধু পুরোনো নয়, নতুন স্যামসাং ফোনগুলিতেও এই দুর্বলতাগুলি রয়েছে। যা থেকে বড় মাপের নিরাপত্তাগত ঝুঁকি তৈরি হতে পারে। এই অবস্থায়, স্যামসাং ফোন ব্যবহারকারীদের তাদের ফোনের অপারেটিং সিস্টেম বা ফার্মওয়্যার অবিলম্বে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

সিইআরটি বলেছে, “স্যামসাং-এর ফোনগুলিতে একাধিক দুর্বলতা রিপোর্ট করা হয়েছে। এই দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে কোনও সাইবার অপরাধী সুরক্ষা ব্যবস্থাগুলিতে লঙ্ঘন করতে পারে, সংবেদনশীল তথ্য তাদের নাগালে চলে আসতে পারে এবং নির্দিষ্ট ফোনে তারা নির্বিচারে বিভিন্ন কোড চালাতে পারে।” সিইআরটি-র প্রতিবেদন অনুসারে, স্যামসাং-এর যে মোবাইল ফোনগুলিতে অ্যান্ড্রয়েডের ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর সংস্করণ ব্যবহার করা হয়েছে, সেই ফোনগুলিই এই হুমকির মুখে রয়েছে।

এই দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে কী করতে পারে সাইবার অপরাধীরা? সাইবার অপরাধীরা আপনার ফোন থেকে সিম নম্বর বা পিন নম্বর চুরি, ব্যক্তিগত ইমোজি ফাইলগুলিতে উঁকিঝুঁকি মারা, ফোনে থাকা ফাইলগুলি নাড়াঘাটা করা, গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য চুরি, ফোনে নির্বিচারে কোড চালানো, এমনকি, পুরো ফোনের দখলও তারা নিয়ে নিতে পারে।

এর থেকে কীভাবে রক্ষা পাবেন স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীরা? স্যামসাং গ্যালাক্সি ফোনের ব্যবহারকারীদের অবিলম্বে তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং ফার্মওয়্যারগুলি আপডেট করার পরামর্শ দিয়েছে সিইআরটি। এই পদক্ষেপ না করলে, স্যামসাং ফোনের মডেলগুলি হ্যাকারদের সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকবে। সিস্টেম আপডেটগুলিকে অবহেলা করলে হ্যাকাররা ডিভাইসের নিরাপত্তা লঙ্খন করার সুযোগ পেতে পারে এবং সংবেদনশীল তথ্যাদি তাদের নাগালে চলে আসতে পারে। ইতিমধ্যে, স্যামসাং সংস্থার পক্ষ থেকে এই হুমকিগুলির মোকাবিলার একটি সমাধানও প্রকাশ করা হয়েছে। স্যামসাং ফোন ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব এই সমাধানটি ফোনে ডাউনলোড করার পরামর্শ দিয়েছে সিইআরটি।

Next Article