নয়া দিল্লিতে: দিল্লিতে পৌঁছলেই ‘অ্যাকশন’ রাজ্যপালের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই দিল্লি রওনা দেন রাজ্যপাল। সূত্রের খবর, মূলত একশো দিনের কাজ নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠকের নির্যাস তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবেন বলে খবর। পাশাপাশি রাজভবনের বাইরে ১৪৪ ধারা মোতায়েন থাকার পরও তৃণমূলের ধরনা নিয়েও শাহি বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, ধরনা নিয়ে রিপোর্ট জমা করেছেন রাজ্যপাল।
একশো দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের শাসকদল ক্রমেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। রাজ্যের ‘বকেয়া’ আদায়ে দিল্লি পর্যন্ত গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছ থেকে ‘বকেয়া’ আদায়ের দাবি নিয়ে সোমবার বিকাল ৪টে নাগাদ রাজভবনে অভিষেকের নেতৃত্বে ৩০ জন প্রতিনিধির একটি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকে ২০ লক্ষেরও বেশি চিঠি নিয়ে যাওয়া হয়েছিল। সেই চিঠিগুলি বঞ্চিতরাই লিখেছিলেন বলে দাবি। মিনিট কুড়ির বৈঠক হয় রাজভবনে। তৃণমূলের প্রতিনিধি দল বেরিয়ে এসে জানায়, বৈঠক ফলপ্রসূ হয়েছে।
রাজভবন থেকেও বিবৃতি দিয়ে জানানো হয়, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। তারপরই জানা যায়, সোমবার সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাজ্যপাল বোস।
উল্লেখ্য, এই দাবিদাওয়া নিয়ে বোস এর আগেও তৃণমূলের তিন প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে বসেছেন। দার্জিলিঙে হয়েছে সেই বৈঠক। এদিকে, রাজ্যপাল যখনও তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন, তখন এদিকে, রাজভবনের বাইরে ধরনায় বসেছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। কিন্তু ১৪৪ ধারা অমান্য করে কীভাবে রাজভবনের বাইরে ধরনা কর্মসূচি নিলেন, তা নিয়েই প্রশ্ন ওঠে। রাজভবনের তরফ থেকে মুখ্যসচিবের কাছে কৈফিয়ৎও তলব করা হয়। সব নিয়েই শাহি বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
‘