Road Accident: কোন সময় রাস্তায় সবচেয়ে বেশি দুর্ঘটনা, তথ্য প্রকাশ কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 02, 2023 | 7:41 PM

Accident Statistics: রোড অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া- ২০২১ নামের একটি রিপোর্ট প্রকাশ করেছে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক। সেই রিপোর্টে জানানো হয়েছে, ২০২১ সালে ভারতে মোট দুর্ঘটনা ঘটেছে ৪ লক্ষ ১২ হাজার।

Road Accident: কোন সময় রাস্তায় সবচেয়ে বেশি দুর্ঘটনা, তথ্য প্রকাশ কেন্দ্রের

Follow Us

নয়াদিল্লি: রাস্তাঘাটে দুর্ঘটনার খবর আসে রোজদিনই। শীতকালে কুয়াশার জেরে দুর্ঘটনা আরও বেড়ে যায়। এই সব দুর্ঘটনার জেরে মৃত্যুর ঘটনাও ঘটে প্রচুর। আহত হয়ে হাসপাতালেও ভর্তি করতে হয় অনেককে। কিন্তু দিনের সব সময়ই সমান দুর্ঘটনার ঘটনা ঘটে না। দিনের কিছু সময় আছে যে সময় ঘটা দুর্ঘটনার সংখ্যা সবথেকে বেশি। সেই হিসাব সম্প্রতি জানাল কেন্দ্র। গত কয়েক বছরের পরিসংখ্যানের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট জানাচ্ছে, দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ভারতের রাস্তায় দুর্ঘটনা হয় সবথেকে বেশি। ২০২১ সালে ওই সময় কালে মোট দুর্ঘটনার ৪০ শতাংশ ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার নিরিখে সবথেকে নিরাপদ সময় বলা হচ্ছে রাত ১২টা থেকে সকাল ৬টা অবধি। ওই সময়কালে মোট দুর্ঘটনার মাত্র ১০ শতাংশ ঘটেছে বলে জানা গিয়েছে।

রোড অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া- ২০২১ নামের একটি রিপোর্ট প্রকাশ করেছে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক। সেই রিপোর্টে জানানো হয়েছে, ২০২১ সালে ভারতে মোট দুর্ঘটনা ঘটেছে ৪ লক্ষ ১২ হাজার। এর মধ্যে দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে ঘটেছে ১ লক্ষ ৫৮ হাজার। এই সময়কালের মধ্যে বেশি দুর্ঘটনা ঘটছে গত পাঁচ বছর ধরেই।

ওই রিপোর্টে লেখা হয়েছে, “বিকাল এবং সন্ধ্যার সময় রাস্তায় বেরনো সমথেকে ভয়ঙ্কর। এই সময়ে সবথেকে বেশি পথ দুর্ঘটনা ঘটে। তুলনায় রাত ১২ টা থেকে ভোর ৬টা অনেকটাই নিরাপদ সময়। ওই সময় সবথেকে কম দুর্ঘটনা ঘটেছে।” সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে দুর্ঘটনা সবথেকে বেশি বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। এর পর রয়েছে মধ্য প্রদেশ। তার ক্রমাণ্বয়ে কেরল, কর্নাটক এবং উত্তর প্রদেশ।

Next Article