কবে পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান? জানাল কেন্দ্র

Jun 30, 2021 | 9:59 PM

International Flight: করোনা পরিস্থিতির জন্য গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

কবে পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান? জানাল কেন্দ্র
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হল আরও। বুধবার ডিসিজিএ-র তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত বাতিল থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। করোনা পরিস্থিতিতে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। তাই করোনা পরিস্থতি ক্রমশ স্বাভাবিক হতে শুরু করলেও এখনই আন্তর্জাতিক বিমান চালাতে রাজি নয় কেন্দ্র। ইতিমধ্যেই তৃতীয় তরঙ্গ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, ক্ষেত্র বিশেষে দেশের মধ্যে কিছু কিছু রুটে বিমান চালানো হবে। চলবে কার্গো বিমানগুলিও।

কোভিডের বাড়বাড়ন্তে দীর্ঘদিন ধরেই স্বাভাবিক বিমান পরিষেবা ব্যহত হচ্ছে। গোটা দেশে লকডাউন জারি না করা হলেও কোভিড বিধি বজায় রাখা হয়েছে। একাধিক রাজ্যে চলছে কঠোর বিধিনিষেধ। আর তার জেরেই বন্ধ রয়েছে বিমান পরিষেবা। আন্তর্জাতিক বিমান পরিষেবাতেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারতে ছড়িয়ে পড়া ডেলটা ভ্যারিয়েন্টের জেরে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে একাধিক দেশ।

আরও পড়ুন: ভারতে ছড়ানো ডেল্টা স্ট্রেন রুখতে সক্ষম মডার্না, দাবি সংস্থার

ইতিমধ্যে অবশ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে ৮১৭ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৭২৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪। এখনও অবধি দেশে মোট ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জন করোনা টিকা পেয়েছেন। সুতরাং দেশ যে ক্রমশ সুস্থ হচ্ছে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে একটু অসতর্ক হলেও ধাক্কা দেবে তৃতীয় ঢেউ। তাই এখনও সাবধানতা অবলম্বন করার কথাই বলছেন চিকিৎসকেরা।

Next Article