ভারতে ছড়ানো ডেল্টা স্ট্রেন রুখতে সক্ষম মডার্না, দাবি সংস্থার
সংস্থার দাবি, তাদের প্রতিষেধকে ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে যথেষ্ট অ্যান্টিবডি গড়ে উঠছে।
ওয়াশিংটন: দেশে হু হু করে ছড়িয়েছে করোনা। দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হয়েছে গোটা ভারত। বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশে করোনার দ্বিতীয় ঢেউ ডেকে এনেছে করোনার ডবল মিউট্যান্ট স্ট্রেন অর্থাৎ বি.১.৬১৭, যাকে ‘ডেল্টা’ নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই ডেল্টা স্ট্রেন রুখতে সক্ষম মডার্নার (Moderna) টিকা। এমনই দাবি মার্কিন সংস্থার।
সংস্থার দাবি, তাদের প্রতিষেধকে ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে যথেষ্ট অ্যান্টিবডি গড়ে উঠছে। সংস্থা এরপর বিবৃতিতে জানিয়েছে করোনার সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কাজ করছে মডার্না। ইতিমধ্যেই ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেয়েছে মডার্নার ভ্যাকসিন। এই ভ্যাকসিন আমদানি করার জন্য ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর অনুমোদন চেয়েছিল ওষুধ সংস্থা সিপলা (Cipla)। মঙ্গলবার তাঁদের সেই আবেদনে সাড়া দিয়েছে ডিসিজিআই। নীতি আয়োগের সদস্য ড. ভিকে পালও (VK Paul) এ কথা জানিয়েছেন। তবে এই ভ্যাকসিন আপাতত জনসাধারণকে দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে মডার্না ভ্যাকসিন দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর নভেম্বরের ৩০ তারিখ তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য প্রকাশ্যে এনেছিল মডার্না। যেখানে ৯৪.১ শতাংশ কার্যকরিতার দাবি তুলেছিল ওই সংস্থা। মডার্নাকে আমেরিকা প্রথম আপদকালীন অনুমোদন দেয় ১৯ ডিসেম্বর। কানাডা অনুমোদন দেয় ২৩ ডিসেম্বর। এরপর অনুমোদন দেয় ইউরোপীয় এজেন্সিও।
আরও পড়ুন: ‘ভারতের ভ্যাকসিনকে মান্যতা দেওয়া হোক, নয়তো…’, ইউরোপীয় ইউনিয়নকে হুমকি কেন্দ্রের