আহমেদাবাদ: কৃষকদের কল্যাণের জন্য কোনও কিছুর খামতি রাখছে না কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার আহমেদাবাদে আমুলের গোল্ডেন জুবিলি উদযাপন অনুষ্ঠানে গিয়ে কৃষকদের উদ্দেশ্যে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “কৃষকের কল্যাণে আমরা কোনও পদক্ষেপ করতে খামতি রাখিনি। সরকার সারা দেশে ৬০ হাজারেরও বেশি অমৃত সরোবর তৈরি করেছে। এই পদক্ষেপ শুধু কৃষকদেরই সাহায্য করেনি, গ্রামের অর্থনীতিকেও উপকৃত করেছে। আমাদের লক্ষ্য আধুনিক প্রযুক্তির সহায়তা প্রদান করে দেশের ছোট কৃষকদের উন্নতি সাধন।”
কৃষকদের কৃষিকাজে সহায়তার পাশাপাশি দেশের ছোট ও মাঝারি কৃষকদের জীবনযাত্রায় পরিবর্তন আনার কথাও শোনা গিয়েছে মোদীর বক্তব্যে। এ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের লক্ষ্য ছোট কৃষকদের জীবনযাত্রায় পরিবর্তন আনা। পশুপালনের সুযোগ বৃদ্ধিতেও লক্ষ্য রাখছি আমরা। মৎস্যচাষের বৃদ্ধি করে গ্রামের চিত্র পরিবর্তন করতে চাই আমাদের সরকার।” এর পাশাপাশি আবহওয়া পরিবর্তনের সঙ্গে সামঞ্জস রেখে নতুন বীজ সরবরাহ করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
নিজের নামাঙ্কিত স্টেডিয়াম থেকে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “প্রথম বার আমরা গবাদি পালক এবং মাছ প্রতিপালকদের কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি। এর পাশাপাশি কৃষকদের পরিবেশের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম বীজ দিয়েছি।” এর পাশাপাশি ডেয়ারি সেক্টরের উন্নতিতে তাঁর সরকারি কী কী করেছে, তার বর্ণনাও এ দিন দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত যে দুগ্ধ উৎপাদনে বিশ্বের প্রথম স্থানে রয়েছে সে কথাও জানিয়েছেন। এই ক্ষেত্রের সঙ্গে দেশের আট কোটি মানুষ জড়িয়ে।