Minor Kills Grandmother : টাকা দিতে চাননি ঠাকুমা, রেগে গিয়ে চরম শাস্তি দিল নাতি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 11, 2022 | 10:56 PM

Minor Kills Grandmother : ঠাকুমার কাছে টাকা চেয়েছিল নাতি। কিন্তু তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় ঠাকুমার নলি কেটে খুন করল নাতি।

Minor Kills Grandmother : টাকা দিতে চাননি ঠাকুমা, রেগে গিয়ে চরম শাস্তি দিল নাতি
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি : নাতির কথা না মেনে নেওয়ায় চরম পরিণতি হল ঠাকুমার। ঠাকুমার কাছে টাকা চেয়েছিল এক নাবালক। কিন্তু ঠাকুমা দিতে রাজি হননি। শেষমেশ ঠাকুমার গলার নলি কেটে খুন করল নাবালক। দিল্লির শালিমার বাগের ঘটনা। এই ঘটনায় সেই নাবালককে স্কুল থেকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আরও ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

৮৪ বছর বয়সী। কিছুদিন আগে তিনি বাড়ি বিক্রি করেছিলেন। হাতে ছিল কিছু টাকা। নাতি ঠাকুমার কাছে টাকা চায়। কিন্তু তিনি তা দিতে নারাজ। তারপরই একটি সার্জিক্যাল ব্লেড নিয়ে এগিয়ে যায় নাবালক। ঠাকুমার গলায় তা চালিয়ে দেয়। তারপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ কাজ করার পর চার ব্যক্তিকে বাড়িতে ডেকে পাঠায় সেই নাবালক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধার বাড়ির কাছের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজে দেখা গিয়েছে, খুনের আগে রাত সাড়ে ৯ টা নাগাদ সাদা তোওয়ালে মোড়া এক ব্যক্তিকে বৃদ্ধার বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। রাত ১১:২০ তে তাকে বেরিয়ে আসতে দেখা যায়। তাকেই আবার ১২:২০ নাগাদ যেতে দেখা যায়। সেই ভিডিয়ো ফুটেজ পরিবারের সদস্যদের দেখায় পুলিশ। পরিবারের সদস্যরাই সন্দেহজনক ব্যক্তিকে শনাক্ত করে।

এদিকে সেই নাবালককে স্কুল থেকে আটক করেছে পুলিশ। নাবালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও চার ব্যক্তির বিষয়ে জানতে পেরেছে। নাবালক জানিয়েছে, সে কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ঠাকুমার কাছে টাকা চেয়েছিল নাবালক। কিন্তু ঠাকুমা না দেওয়ায় তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করে সে। এই খুনে তাকে সেই চারজন সাহায্য করেছে বলেও জানিয়েছে। এই চারজন হল সাহিল সাইনি (২২), মায়াঙ্ক সাইনি (২১), সানি বাঘেল (১৯) ও সচিন সাইনি (২৮)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সার্জিক্যাল ব্লেড, নাবালকের রক্তমাখা জামা, ৫০ হাজার টাকা এবং গাড়ি পেয়েছে।

Next Article