Marriage Called Off: ‘আসবাবপত্র পুরনো তাই…’, বিয়ের মণ্ডপে এল না বর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 21, 2023 | 1:31 PM

Marriage Called Off: পণ হিসেবে পুরনো আসবাবপত্র দিয়েছে পাত্রীপক্ষ। তাই বিয়ে বাতিল করল পাত্রপক্ষ।

Marriage Called Off: আসবাবপত্র পুরনো তাই..., বিয়ের মণ্ডপে এল না বর
প্রতীকী ছবি

Follow Us

হায়দরাবাদ: বিয়ের ক্ষেত্রে যৌতুক বা পণ নেওয়া আইনগত ভাবে নিষিদ্ধ। তবে দেশের আনাচে-কানাচে এই প্রথার প্রচলন এখনও রয়েছে। আর এবার পণ হিসেবে পুরনো আসবাবপত্র দেওয়ার জন্য বিয়ে বাতিল করে দিলেন এক ব্যক্তি। তেলঙ্গানার (Telengana) হায়দরাবাদের (Hyderabad) ঘটনা।

জানা গিয়েছে, পাত্র একজন বাস চালক। সম্প্রতি তাঁর বিয়ে ঠিক হয়। রবিবার ছিল সেই বিশেষ দিন। তবে পাত্রী তৈরি ছিল। সুন্দর করে সাজানো ছিল মণ্ডপও। তবে যথা সময়ে উপস্থিত হলেন না বর। তারপরই পুলিশের কাছে অভিযোগ জানান পাত্রীর বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে একটি মামলাও দায়ের হয়েছে। এরপর সংবাদ মাধ্যমের কাছে পাত্রীর বাবা জানিয়েছেন, তিনি যখন পাত্রের বাড়ি যান তখন পাত্রের বাবা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন।

পাত্রীর বাবা জানিয়েছেন, এই বিয়ের জন্য কিছু জিনিস পণ হিসেবে চেয়েছিল পাত্রের পরিবার। সেই দাবি মতোই মেয়ের বিয়ে দিতে কিছু জিনিস ও আসবাবপত্র পাঠিয়েছেন পাত্রীর বাবা। তবে বরের বাড়ি থেকে বলা হয়েছে, তাঁদের সমস্ত দাবিদাওয়া পূরণ করা হয়নি। এমনকী পাত্রের বাড়ি থেকে বলা হয়েছে, পাত্রীর বাবার দেওয়া আসবাবপত্রগুলি পুরনো। পাত্রীর বাবা বলেন, “বিয়ে উপলক্ষে আমি অতিথি ও আত্মীয়দের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলাম। কিন্তু তাঁরা আসবেন না বলে দেন। বিয়ে করতে আসেনি পাত্র।” পাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, পাত্রের পরিবার থেকে আসবাবপত্রের পাশাপাশি সোনা-গয়নাও চাওয়া হয়েছিল। তবে পাত্রীর বাড়ির তরফে পুরনো আসবাবপত্র দেওয়ায় পাত্রের তরফে এই বিয়ে বাতিল করা হয়েছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারা ও পণ নিষিদ্ধ আইনে মামলা দায়ের হয়েছে।

Next Article