সুরাট: গ্রাম-গঞ্জে হাতুড়ে ডাক্তারের ক্লিনিকের কথা শোনা যায়। ভুয়ো ডাক্তারের কথাও সামনে আসে। কিন্তু, ধুমধাম করে ঝাঁ চকচকে হাসপাতাল উদ্বোধনের একদিনের মধ্যে তা বন্ধের কথা শুনেছেন? এমনই হয়েছে গুজরাটের সুরাটে। আর ওই হাসপাতালটি তৈরি করেছিলেন একাধিক ভুয়ো ডাক্তার।
সুরাটের পান্ডেশরা এলাকায় রবিবার ধুমধাম করে ওই হাসপাতালের উদ্বোধন হয়। হাসপাতালের নাম জনসেবা মাল্টিস্পেশালিটি হাসপাতাল। অতিথির তালিকায় নাম ছিল প্রশাসনিক ও পুলিশ অফিসারদের। যদিও তাঁরা আসেননি। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ও প্রশাসন হাসপাতালটি সিল করে দেয়। তদন্তে জানা যায়, পাঁচজন ‘ডাক্তার’ ওই হাসপাতাল খুলেছেন। তাঁর মধ্যে ২ জনের ডিগ্রি ভুয়ো। বাকি ৩ জনের ডিগ্রিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ভুয়ো ডাক্তারদের তৈরি হাসপাতালে যাতে কোনও ভুল চিকিৎসা না হয়, সেজন্য প্রশাসনের তরফে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিজয় সিং গুরজার নামে এক সিনির পুলিশ অফিসার বলেন, ওই পাঁচজনের মধ্যে বিআর শুক্লা নামে একজনের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি দেখিয়ে চিকিৎসা করার অভিযোগ রয়েছে। আরকে দুবে নামে আর একজনও ভুয়ো ডাক্তার। বাকি ৩ জনের ডিগ্রিও খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা না বলেই হাসপাতালের উদ্বোধনের তালিকায় অতিথি হিসেবে তাঁদের নাম রাখা হয়েছিল। অতিথি তালিকায় নাম ছিল সুরাট মিউনিসিপ্যালের কমিশনার শালিনী আগরওয়াল, পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনারের।
পুলিশ জানিয়েছে, হাসপাতালটি আপাতত সিল করা হয়েছে। বাকি ৩ ডাক্তারের ডিগ্রি খতিয়ে দেখা হচ্ছে। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে।