Growth in India and China: আর্থিক বিকাশে বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত, বলছে IMF

Jul 17, 2024 | 12:00 AM

Growth in India and China: ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে আইএমএফ। এপ্রিলে আইএমএফ বলেছিল, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.৮ শতাংশ হতে পারে। এখন সেটা বাড়িয়ে ৭ শতাংশ করল তারা।

Growth in India and China: আর্থিক বিকাশে বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত, বলছে IMF
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: বিশ্বের আর্থিক বিকাশে বড় ভূমিকা রাখতে চলেছে ভারত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(IMF) মতে, ২০২৪ সালে বিশ্বের আর্থিক বিকাশের প্রায় অর্ধেক হবে ভারত ও চিনে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেটকে উদ্ধৃত করে আইএমএফ-র ডেপুটি ডিরেক্টর গীতা গোপীনাথ মঙ্গলবার বলেন, একটা শক্তিশালী বছরের পর মার্কিন অর্থনীতি কিছুটা থমকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় দেশগুলির বৃদ্ধি গতি পাচ্ছে।

ভারত ও চিনের প্রশংসা করে গীতা গোপীনাথ বলেন, “২০২৪ সালে বিশ্বের আর্থিক উন্নতির প্রায় অর্ধেক হবে ভারত ও চিনে।” ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের গ্রোথ প্রোজেকশন বলছে, বিশ্বের আর্থিক বিকাশ ২০২৫ পর্যন্ত প্রায় একই লাইনে থাকবে। ২০২৩ সালে বিশ্বের আর্থিক বিকাশ ছিল ৩.৩ শতাংশ। ২০২৪-এ তা থাকবে ৩.২ শতাংশ এবং ২০২৫ সালে তা থাকবে ৩.৩ শতাংশ।

বিশ্বের উন্নত দেশগুলিতে আর্থিক বৃদ্ধি প্রায় একইরকম থাকবে। ইউরোপীয় দেশগুলি আর্থিক উন্নতির পথে এগিয়ে যাবে। কিন্তু, উন্নয়নশীল দেশ হিসেবে আর্থিক বিকাশে দ্রুত এগিয়ে চলেছে ভারত। সঙ্গে চিনও। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে আইএমএফ। এপ্রিলে আইএমএফ বলেছিল, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.৮ শতাংশ হতে পারে। এখন সেটা বাড়িয়ে ৭ শতাংশ করল তারা।

ভারতের সরকারি তথ্য বলছে, ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন(জিডিপি) ২০২৪ অর্থবর্ষে ছিল ৮.২ শতাংশ। সম্প্রতি আর্থিক নীতি বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি ৭.২ শতাংশ হবে। যেটা প্রথমে তারা ৭ শতাংশ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল। সবমিলিয়ে আর্থিক বৃদ্ধিতে বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারত।

Next Article