Gujarat Election 2022 Phase 2 Voting Live: শেষ হল গুজরাটের ভোটগ্রহণ, দ্বিতীয় দফায় ভোট পড়ল প্রায় ৫৯ শতাংশ

| Edited By: | Updated on: Dec 05, 2022 | 5:51 PM

Gujarat Assembly Poll 2022 Live Updates: দ্বিতীয় দফায় নির্বাচন মোদী শাহের রাজ্যে। আজ ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮ টা থেকে আর চলবে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত।

Gujarat Election 2022 Phase 2 Voting Live: শেষ হল গুজরাটের ভোটগ্রহণ, দ্বিতীয় দফায় ভোট পড়ল প্রায় ৫৯ শতাংশ
গ্রাফিক্স সৌজন্যে: অভিজিৎ বিশ্বাস

গান্ধীনগর: ১ ডিসেম্বর প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে মোদী-শাহের রাজ্যে। আজ ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ গুজরাটে (Gujarat)। দীর্ঘ তিন দশকের শাসন টিকিয়ে রাখতে মরিয়া শাসকদল ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। তবে হাল ছাড়ার পাত্র নয় বাকি দুই দলও। ময়দানে নিজেদের উপস্থিতি ভাল মতো টের পাইয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party) ও কংগ্রেস (Congress)। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে উল্লেখ্যযোগ্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেখানে। এবার একাধিক নির্বাচনী প্রচার, গুজরাটের মানুষকে দেওয়া একাধিক প্রতিশ্রুতি কতটা ভোটবাক্সে প্রভাব ফেলবে তাই দেখার পালা। আজ দ্বিতীয় দফা নির্বাচনের পর অপেক্ষা শুধু ফলাফলের। আগামী ৮ ডিসেম্বর গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। সেদিনই জানা যাবে বিজেপি নিজেদের তিন দশকের শাসন টিকিয়ে রাখতে পারবে নাকি বিজেপির পুরনো দুর্গে ভাঙন ধরাবে অন্যান্য দল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Dec 2022 05:38 PM (IST)

    ভোটগ্রহণ শেষ

    শেষ হল গুজরাটের ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোট পড়ল ৫৮.৪৪ শতাংশ।

  • 05 Dec 2022 04:27 PM (IST)

    ভোট বয়কট মুসলিমদের

    খেড়া জেলার এক গ্রামে ভোট বয়কট করল মুসলিম সম্প্রদায়। গরবা অনুষ্ঠানে সময় পাথর ছোড়ার অভিযোগে এই গ্রামে মুসলিম সম্প্রদায়ের কয়েকজনকে বেত্রাঘাত করেছিল পুলিশ। তারই প্রতিবাদে ভোট বয়কট করেছেন তাঁরা।

  • 05 Dec 2022 03:57 PM (IST)

    বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়ল ৫০.৫১%

    গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫০.৫১ শতাংশ।

  • 05 Dec 2022 03:52 PM (IST)

    ভোট দেওয়ার প্রধানমন্ত্রীর রোডশো, অভিযোগ কংগ্রেসের

    ভোটের দিন প্রধানমন্ত্রী মোদী তাঁর ভোট দিতে যাওয়ার সময় আড়াই ঘণ্টা ধরে একটি রোডশো করেছেন। এমনই অভিযোগ কংগ্রেসের। নির্বাচন কমিশনে এই নিয়ে তারা অভিযোগও জানাবে বলে জানিয়েছেন, কংগ্রেস মুখপাত্র পবন খেরা। খেরা আরও বলেন, "মনে হচ্ছে নির্বাচন কমিশন চাপের মধ্যে রয়েছে"। আদিবাসী নেতা কান্তি খারাডির উপর বিজেপি আক্রমণ চালিয়েছে বলে দাবি করে পবন খেরা দাবি করেছেন, নির্বাচন কমিশনকে জানিয়ে কোনও কাজ হয়নি।

  • 05 Dec 2022 03:36 PM (IST)

    ভোট দেওয়ার আবেদন পাঠানের

    ভোট দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। ভোটদানের পর পাঠান বলেছেন, "ভোট দেওয়া আমাদের অধিকার এবং দায়িত্ব। আমি এসে জানলাম এখন পর্যন্ত মাত্র ৬০ শতাংশ ভোট পড়েছে। তাই আমি জনগণের কাছে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আবেদন করছি।"

  • 05 Dec 2022 01:46 PM (IST)

    ভোট পড়ল ৩৪.৭৪ শতাংশ

    গুজরাটে দ্বিতীয় দফা নির্বাচনে দুপুর ১ টা অবধি ভোট পড়ল ৩৪.৭৪ শতাংশ।

  • 05 Dec 2022 01:18 PM (IST)

    'দ্বিতীয় দফায় ৫২ টি আসন জিতবে আপ'

    ভোট দেওয়ার পর গুজরাটের জনগণকে বুথে গিয়ে ভোট দেওয়ার জন্য আবেদন জানান আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধবি। তিনি বলেছেন, 'যাকে ইচ্ছে তাদের ভোট দিন। কিন্তু আপনি ভোট দিলে তবেই রাজনৈতিক দলগুলির কাছে উত্তরের দাবি জানাতে পারেন। প্রথম দফা নির্বাচনে ৮৯ টি আসনের মধ্যে আপ ৫১ টি আসন জিতবে বলে আমি আশা করছি। আর দ্বিতীয় দফায় ৫২ টি আসন জিতবে আপ।' 

  • 05 Dec 2022 12:38 PM (IST)

    ভোট দিলেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

    আমেদাবাদে ভোট দিলেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধবি।

  • 05 Dec 2022 12:35 PM (IST)

    ভোট দিলেন মোদীর ভাই

    গুজরাটে দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই সোমাভাই মোদী।

  • 05 Dec 2022 12:31 PM (IST)

    ভোট দিলেন মোদীর মা

  • 05 Dec 2022 12:10 PM (IST)

    ভোট পড়ল ১৯.১৭ শতাংশ

  • 05 Dec 2022 11:21 AM (IST)

    পুজো দিলেন অমিত শাহ

  • 05 Dec 2022 11:03 AM (IST)

    সপরিবারে ভোটদান অমিত শাহের

  • 05 Dec 2022 10:26 AM (IST)

    ভোট পড়ল ৪.৭৫ শতাংশ

    দ্বিতীয় দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৪.৭৫ শতাংশ

  • 05 Dec 2022 10:24 AM (IST)

    ভোট দিলেন হার্দিক

  • 05 Dec 2022 10:22 AM (IST)

    ভোট দিলেন আনন্দীবেন প্যাটেল

  • 05 Dec 2022 10:21 AM (IST)

    'গণচন্ত্রের উৎসব উদযাপন'

    এদিন ভোট দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, 'গুজরাট, হিমাচল প্রদেশ ও দিল্লির বাসিন্দারা গণতন্ত্রের উৎসব উদযাপন করছেন। আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।'

  • 05 Dec 2022 10:14 AM (IST)

    সস্ত্রীক ভোট দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর

    গুজরাটের দ্বিতীয় দফা নির্বাচনে আমেদাবাদে ভোট দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা ও তাঁর স্ত্রী। ভোট দিয়ে তিনি বলেন, 'এটা গণতন্ত্রের উৎসব। সবার ভোটাধিকার প্রয়োগ করা উচিত। আমি সকলকে বেরিয়ে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি এবং গণতন্ত্রের হাত শক্ত করুন। গুজরাটের জনগণ বুদ্ধিমান। তাঁরা ভেবেচিন্তে ভোট দেন। এবারও তাঁরা তাই করবেন।'

    Delhi Lt Governor Vinai Kumar Saxena and his wife cast their votes for the second phase of #GujaratAssemblyPolls, today in Ahmedabad. pic.twitter.com/qWY8aCREEn

    — ANI (@ANI) December 5, 2022

  • 05 Dec 2022 09:32 AM (IST)

    ভোট দিলেন মোদী

    দ্বিতীয় দফায় গুজরাট নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    Ahmedabad, Gujarat | Prime Minister Narendra Modi casts his vote for the second phase of Gujarat Assembly elections at Nishan Public school, Ranip#GujaratElections pic.twitter.com/snnbWEjQ8N

    — ANI (@ANI) December 5, 2022

  • 05 Dec 2022 08:59 AM (IST)

    ভোট কংগ্রেস নেতার

    বোটাদে ভোট দিলেন কংগ্রেস নেতা ভারত সোলাঙ্কি। তিনি বলেন, 'প্রথম দফায় সৌরাষ্ট্র ও সাউথ গুজে বড় সমর্থন পেয়েছে কংগ্রেস। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।'

    #GujaratElections | Congress leader Bharat Solanki votes in Botad

    He says, "Congress received massive support in Saurashtra & south Guj in phase 1. Today, north Guj & central Gujarat are going to polls & you can see long queues. Come Dec 8, Cong will come to power with majority" pic.twitter.com/H3nvQMDn22

    — ANI (@ANI) December 5, 2022

  • 05 Dec 2022 08:24 AM (IST)

    হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

    সোমবার রাহুল গান্ধী অভিযোগ করেছেন, গুজরাটের দ্বিতীয় দফার নির্বাচনের আগে কংগ্রেসের বিদায়ী বিধায়ক তথা দান্তা কেন্দ্রের প্রার্থী কান্তি খারাদি নিখোঁজ হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, 'কংগ্রেসের জনজাতি নেতা ও দান্তা বিধানসভার প্রার্থী, কান্তিভাই খারাদির উপর বিজেপির গুন্ডারা নির্মমভাবে আক্রমণ করেছিল এবং এখন তিনি নিখোঁজ।'

  • 05 Dec 2022 08:03 AM (IST)

    শুরু ভোটগ্রহণ

    শুরু হয়ে গেল দ্বিতীয় দফার গুজরাট নির্বাচন। ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ আজ।

    Voting for the second phase of #GujaratElections2022 begins.

    Fate of the political parties will be decided by over 2.5 crore voters today, with 93 constituencies spread across 14 districts of central and north Gujarat going up for polling. pic.twitter.com/7HpyAqdPWo

    — ANI (@ANI) December 5, 2022

  • 05 Dec 2022 07:48 AM (IST)

    ভোট দেওয়ার আবেদন মোদীর

    ভোটগ্রহণ পর্ব শুরু আগে সকল ভোটারদের ভোট দেওয়ার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন টুইটে লিখেছেন, 'দ্বিতীয় দফা গুজরাট নির্বাচনে ভোটদানের আবেদন জানাচ্ছি। বিশেষ করে যুব ও মহিলা ভোটারদের। আমি সকাল ৯ টা নাগাদ আমেদাবাদে ভোট দেব।'

  • 05 Dec 2022 07:44 AM (IST)

    দ্বিতীয় দফা নির্বাচনের জন্য তুঙ্গে প্রস্তুতি

    দ্বিতীয় দফার গুজরাট নির্বাচনের জন্য প্রস্তুতি তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নির্বাচন। নিশান পাবলিক স্কুলে ভোট দেবেন মোদী। অতিরিক্তি নিরাপত্তা চাদরে মোড়া হয়েছে সেই বুথ

  • 05 Dec 2022 07:42 AM (IST)

    ভোটদানের আগে মায়ের আশীর্বাদ নিলেন মোদী

    আজ ভোট দেবেন মোদী। তাই গতকালই পৌঁছেছেন রাজ্যে। এদিন তিনি নির্বাচনে বিজেপির জয়ের জন্য মায়ের আশীর্বাদও নেন। এদিন কড়া নিরাপত্তার মধ্যে, গান্ধীনগরে মায়ের বাড়িতে যান নরেন্দ্র মোদী। তাঁর, মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, মা হিরাবেন মোদীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন নরেন্দ্র মোদী। তাঁকে মায়ের সঙ্গে বসে চা-ও খেতে দেখা যায়।

  • 05 Dec 2022 07:37 AM (IST)

    ভোট দেবেন মোদী-শাহ

    কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ভোট গ্রহণ। আজ গুজরাট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই উদ্দেশ্যে গতকালই গুজরাটে পৌঁছেছেন মোদী। সোমবার সকালে আমেদাবাদ সিটির রানিপ এলাকায় একটি উচ্চবিদ্যালয়ের পোলিং বুথে ভোট দেবেন প্রধানমন্ত্রী।

  • 05 Dec 2022 07:02 AM (IST)

    ৯৩ টি আসনে মুখোমুখি আপ-বিজেপি

    দ্বিতীয় দফা নির্বাচনে বিজেপি ও অরবিন্দ কেজরীবালের আপ ৯৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৯০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। আর কংগ্রেসর জোটসঙ্গী দুটি আসনে প্রার্থী দিয়েছে। আমেদাবাদ, ভদোদরা, গান্ধীনগর ও অন্যান্য জেলা জুড়ে এই ৯৩ টি আসন ছড়িয়ে রয়েছে। প্রসঙ্গত, প্রথম দফা নির্বাচনে ভোট পড়েছিল ৬৩.৩১ শতাংশ। আগামী ৮ ডিসেম্বর ভোটের ফলাফল প্রকাশিত হবে।

  • 05 Dec 2022 06:27 AM (IST)

    সকাল ৮ টায় শুরু ভোটগ্রহণ

    দ্বিতীয় দফা নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে। বিকেল ৫ টা অবধি ভোট দিতে পারবেন ভোটাররা।

  • 05 Dec 2022 06:26 AM (IST)

    ২৬ হাজারের বেশি বুথে ভোটদান করবেন গুজরাটের বাসিন্দারা

    দ্বিতীয় দফা নির্বাচনে ২৬,৪০৯ ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। দ্বিতীয় দফা নির্বাচন ঘিরে গতকাল থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। ৮৪ হাজার পোলিং অফিসার মোতায়েন করা হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন নিশ্চিত করবেন তাঁরা।

  • 05 Dec 2022 06:23 AM (IST)

    ভোট দেবে ২.৫ কোটির বেশি বাসিন্দা

    এদিনের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৮৩৩। ২.৫ কোটির বেশি নাগরিক এই দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিতে পারবেন।

  • 05 Dec 2022 06:21 AM (IST)

    ৯৩ টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ

    গুজরাটে আজ দ্বিতীয় দফার নির্বাচন। ১৪ টি জেলার ৯৩ টি আসনে আজ ভোটগ্রহণ।

Published On - Dec 05,2022 6:17 AM

Follow Us: