Gujarat Election 2022 Phase 1 Voting Live: গুজরাটে ভোট পড়ল ৫৬.৮৮ শতাংশ, নবসারিতে আক্রান্ত বিজেপি প্রার্থী
Gujarat Assembly Poll 2022 Live Updates: আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ। বিজেপি ও কংগ্রেস- দুই দলই ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে।
বেজে গিয়েছে ভোটের দামামা। আজ থেকে শুরু গুজরাটের বিধানসভা নির্বাচন। এবারে দুই দফায় গুজরাটে ভোটগ্রহণ পর্ব চলবে। আজ প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। মোট প্রার্থীর সংখ্যা ৭৮৮। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ। বিজেপি ও কংগ্রেস- দুই দলই ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে। এবারে শাসক দল বিজেপির অন্যতম প্রতীদ্বন্দ্বী হয়ে উঠেছে আম আদমি পার্টিও। ২০১৭ সালের নির্বাচনে এই ৮৯ টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ছিল ৪০টি আসন, একটি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী।
LIVE NEWS & UPDATES
-
সহায়তায় আইটিবিপির জওয়ানরা
গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের সময় বিভিন্ন ভোটকেন্দ্রে শারীরিকভাবে অক্ষম ভোটারদের সহায়তা করেছেন আইটিবিপির জওয়ানরা।
?ગુજરાત વિધાનસભાની ચૂંટણી દરમિયાન વિવિધ મતદાન મથકો પર મતદારોને મદદ કરતા #ITBP ના જવાનો…#GujaratAssemblyPolls #GujaratElections #Gujarat pic.twitter.com/B7P56oPKKH
— DD News Gujarati (@DDNewsGujarati) December 1, 2022
-
শিপিং কন্টেইনারে ভোটকেন্দ্র
ভারুচের আলিয়াবেটে শিপিং কন্টেইনারে তৈরি করা হয়েছিল ভোটকেন্দ্র। এর আগে এই অঞ্চলের ভোটারদের ভোট দিতে অনেক দূরে যেতে হত। কারণ এই এলাকায় কোনও সরকারি বা আধা সরকারি ভবন নেই। এবার তাদের সুবিধার্থে শিপিং কন্টেইনারে ভোটকেন্দ্র স্থাপন করেছিল নির্বাচন কমিশন।
Voters casting their vote at Polling Station made from Shipping container in Aliabet, an isolated place in 151- Vagra AC in Bharuch. Initiative by #ECI,to facilitate Voters who earlier had to travel far to vote as there was no govt/semi govt building available. #GujaratElections pic.twitter.com/JfeR874v1Z
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) December 1, 2022
-
-
বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৬.৮৮ শতাংশ
শেষ হল গুজরাটে প্রথম পর্বের ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৮৮ শতাংশ। তবে, সব তথ্য আসার পর ভোট পড়ার শতাংশ আরও বাড়তে পারে।
-
এক জনের জন্য একটি ভোটকেন্দ্র
গুজরাটের গির জেলায় ঘন জঙ্গলের মধ্যে শুধুমাত্র একজন ভোটারের জন্য স্থাপন করা হয়েছিল একটি ভোট কেন্দ্র। এদিন সেখানে ভোট দিলেন একমাত্র ভোটার হরিদাস
Proud Voters from the Siddi Community casting their #Vote at polling booths set up by #ECI in Madhupur Jambur in Gir Somnath district. #GujaratElections2022. #NoVoterToBeLeftBehind #GujaratAssemblyPolls#EveryVoteMatters pic.twitter.com/KK5WN3YcrJ
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) December 1, 2022
-
জয়ী হতে চলেছে বিজেপি: জেপি নাড্ডা
“গুজরাট নির্বাচনে জয়ী হতে চলেছে বিজেপি। রাজ্যে প্রধানমন্ত্রী মোদীর প্রতি অগাধ ভালবাসা রয়েছে। গুজরাটে উন্নয়নের কাজ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিনের ভোটে ইতিবাচক ফলাফল হবে।” গুজরাট নির্বাচন নিয়ে বললেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।
-
-
নভসারিতে আক্রান্ত বিজেপি প্রার্থী
গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হলেও, নবসারি জেলায় তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী পীযূষ প্যাটেল। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই হামলা চালায় বলে দাবি করেছেন তিনি। আরও অভিযোগ, তাঁর সঙ্গে থাকা ৪ থেকে ৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
Gujarat | Navsari BJP candidate Piyush Bhai Patel has alleged that he was attacked by unknown persons in Jhari village in the early morning hours today; 4-5 vehicles were also damaged in the incident. Investigation underway: SP Navsari pic.twitter.com/WTIAaV1fli
— ANI (@ANI) December 1, 2022
-
৩টে পর্যন্ত ভোট পড়ল ৪৮.৪৮ শতাংশ
বিকেল ৩টে পর্যন্ত গুজরাটে ভোট পড়ল ৪৮.৪৮ শতাংশ।
-
দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৪.৪৮ শতাংশ
দুপুর ১টা পর্যন্ত, গুজরাট নির্বাচনের প্রথম দফার ভোট পড়েছে ৩৪.৪৮ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কাপরাডায়, ৪৭.৩৪ শতাংশ। আর গান্ধীধামে ভোট পড়েছে সবথেকে কম, ২৪.৭০ শতাংশ।
-
শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ
গুজরাটের প্রথম দফায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। দুপুর ১২টা অবধি রাজকোটে ভোট পড়ল ২৬ শতাংশ।
People are voting very enthusiastically. In Rajkot district, 26 per cent polling has been recorded till 12 noon. No untoward incident has been reported so far. We are monitoring sensitive polling stations through webcasting: Rajkot Collector Arun Mahesh#GujaratElections2022 pic.twitter.com/HI6HjpjG61
— ANI (@ANI) December 1, 2022
-
সকাল ১১টা অবধি ভোট পড়ল ১৮.৯৫ শতাংশ
গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে সকাল ১১টা অবধি ভোট পড়ল ১৮.৯৫ শতাংশ।
18.95% voter turnout recorded till 11 am in the first phase of #GujaratElections2022 pic.twitter.com/0yVvtuIopk
— ANI (@ANI) December 1, 2022
-
ভোট দিলেন ১০০ বছরের বৃদ্ধা
Gujarat Polls: 100-year-old casts her vote in Umargam
Read @ANI Story | https://t.co/uZQOz302Df#GujaratAssemblyPolls #GujaratElections #GujaratElections2022 pic.twitter.com/r8OgpR07yQ
— ANI Digital (@ani_digital) December 1, 2022
-
ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জার্দোশ
সুরাটে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জার্দোশ।
#GujaratElections2022 | Union minister Darshana Jardosh casts vote in Surat.
She says “People are voting for double-engine govt in the state. People from every community have been voting and we’ll be forming govt with an absolute majority.” pic.twitter.com/0GPXo0I84F
— ANI (@ANI) December 1, 2022
-
সকাল ৯টা অবধি ভোট পড়ল প্রায় ৫ শতাংশ
গুজরাটে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সকাল ৯টা অবধি ভোট পড়ল ৪.৯২ শতাংশ।
4.92% voter turnout recorded till 9 am in the first phase of #GujaratElections2022 pic.twitter.com/2eAf18cY35
— ANI (@ANI) December 1, 2022
-
সকাল থেকেই বুথে ভিড় ভোটারদের
Voting for the first phase of #GujaratAssemblyPolls underway today. Visuals from VM Mehta College in Jamnagar as voters queue up to cast their votes. pic.twitter.com/a3rZvWz4F6
— ANI (@ANI) December 1, 2022
-
গ্যাস সিলিন্ডার নিয়ে ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক
ভোট দেওয়ার সময়ও মূল্য়বৃদ্ধির ইস্যুকে তুলে ধরতে মরিয়া কংগ্রেস। আর সেই কারণেই সাইকেলে গ্যাস সিলিন্ডার চাপিয়ে ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক পরেশ ধেনানি।
#WATCH | Amreli: Congress MLA Paresh Dhanani leaves his residence, to cast his vote, with a gas cylinder on a bicycle underscoring the issue of high fuel prices.#GujaratAssemblyPolls pic.twitter.com/QxfYf1QgQR
— ANI (@ANI) December 1, 2022
-
ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
গুজরাটের প্রথম দফার ভোট গ্রহণ পর্বেই রাজকোটে ভোট দিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিজয় রুপাণী ও তাঁর স্ত্রী অঞ্জলি।
Former Gujarat CM Vijay Rupani and his wife Anjali Rupani cast their votes at a polling station in Rajkot, in the first phase of #GujaratAssemblyPolls pic.twitter.com/Kvain9rjCU
— ANI (@ANI) December 1, 2022
-
সকলকে ভোটদানের আর্জি মুখ্য নির্বাচন কমিশনারের
গুজরাটে ভোটগ্রহণ শুরু হতেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৪.৯ কোটি গুজরাটবাসীকে ভোট দেওয়ার আর্জি জানালেন।
Gujarat is celebrating festival of democracy today. On behalf of EC, my sincere appeal to all 4.9 cr voters of Guj to vote today & on 5th Dec during 2nd phase of elections. Over 4 lakh PwD voters & 9.8 lakh senior citizen voters in Gujarat: CEC Rajiv Kumar #GujaratElections pic.twitter.com/NIEznRgvOT
— ANI (@ANI) December 1, 2022
-
শুরু হল ভোট গ্রহণ
শুরু হল গুজরাটের বিধানসভা নির্বাচন। আজ প্রথম দফার ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হল ভোট গ্রহণ, বিকেল ৫টা অবধি চলবে ভোটিং প্রক্রিয়া।
Voting for the first phase of #GujaratElections2022 begins.
Fate of the political parties will be decided by over 2 crore voters today, with 89 constituencies spread across 19 districts of Kutch, Saurashtra and South Gujarat going up for polling. pic.twitter.com/NwftLKkvXE
— ANI (@ANI) December 1, 2022
-
প্রথমবার ভোট দেওয়ার উদযাপন আফ্রিকান গ্রাম জাম্বুরে
#Watch | People of Gujarat’s mini African village- Jambur, celebrated their first opportunity to vote in their own special tribal booth (30.11)#GujaratElections pic.twitter.com/LFrG6q8ukT
— ANI (@ANI) December 1, 2022
-
শুরু হয়েছে মক পোলিং
ভোট গ্রহণের এক ঘণ্টা আগেই বিভিন্ন বুথে শুরু হল মক পোলিং।
Gujarat | Election officials conducted a mock poll at polling booths numbers 175 to 178, Piraman school in Bharuch
Voting for the first phase of Assembly elections will start at 8 am.#GujaratAssemblyPolls pic.twitter.com/xAmupZb0SM
— ANI (@ANI) December 1, 2022
-
২০১৭ সালের ভোটের ফল
২০১৭ সালের নির্বাচনে এই ৮৯ টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ছিল ৪০টি আসন, একটি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী।
-
সকাল ৮টা থেকে শুরু ভোট গ্রহণ
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ।
-
আজ গুজরাটে প্রথম দফার ভোট গ্রহণ
আজ থেকে শুরু গুজরাটের বিধানসভা নির্বাচন। এবারে দুই দফায় গুজরাটে ভোটগ্রহণ পর্ব চলবে। আজ প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। মোট প্রার্থীর সংখ্যা ৭৮৮।
Published On - Dec 01,2022 7:14 AM