Family Attempt to suicide: ভিন্ন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করেছে মেয়ে, অবসাদে সপরিবারে খেল বিষ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 06, 2023 | 11:21 PM

Attempt to suicide: একমাত্র মেয়ে বছর খানেক আগে ভিন্ন সম্প্রদায়ের এক ছেলেকে বিয়ে করেন। তাঁর বিয়েতে রাঠোর পরিবারের মত ছিল না। সকলের অমতেই বিয়ে করেন তিনি। তারপর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে গোটা পরিবার।

Family Attempt to suicide: ভিন্ন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করেছে মেয়ে, অবসাদে সপরিবারে খেল বিষ
বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সপরিবারের।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

আহমেদাবাদ: পরিবারের সকলের অমতে গিয়ে নিজের পছন্দে ভিন্ন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করেছিল একমাত্র মেয়ে। তারপর এক বছর কেটে গিয়েছে। কিন্তু, মেয়ের ওই বিয়ে মেনে নিতে পারছিলেন না গুজরাটের (Gujarat) আহমেদাবাদের বাসিন্দা কিরণ রাঠোর এবং তাঁর পরিবার। মেয়েকে শ্বশুরবাড়ি যেতে বাধাও দিতেন। কিন্তু, মেয়ে পরিবারের কথা শোনেনি। যা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল রাঠোর পরিবার (Rathode family) । অবশেষে এক বছর পর সপরিবারে চরম পদক্ষেপ নেন। কিরণ রাঠোর-সহ তাঁর স্ত্রী ও দুই ছেলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আগমেদাবাদ জেলার ঢোলকা থানার বাসিন্দা কিরণ রাঠোর সপরিবারে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কিরণ রাঠোর (৫২) ও তাঁর বড় ছেলে হর্ষ (২৪)-এর মৃত্যু হয়েছে। কিরণ রাঠোরের স্ত্রী নীতাবেন (৫০) এবং ছোট ছেলে হার্শিল (১৯) এখনও হাসপাতালে ভর্তি। এই ঘটনায় কিরণ রাঠোরের মেয়ে, জামাই-সহ তাঁর শ্বশুরবাড়ির সদস্য, আত্মীয় ও বন্ধু-সহ ১৮ জনের বিরুদ্ধে এফআই দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, অপরাধমূলক চক্রান্তের মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিরণ রাঠোরের একমাত্র মেয়ে বছর খানেক আগে ভিন্ন সম্প্রদায়ের এক ছেলেকে বিয়ে করেন। তাঁর বিয়েতে রাঠোর পরিবারের মত ছিল না। সকলের অমতেই বিয়ে করেন তিনি। তারপর থেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে গোটা পরিবার। কিরণ রাঠোর ও তাঁর পরিবার মেয়েকে শ্বশুরবাড়ি যেতেও বাধা দিতেন। কিন্তু, মেয়ে কথা শোনেননি। তার জেরেই কিরণ রাঠোর ও তাঁর পরিবার অবসাদগ্রস্ত হয়ে মঙ্গলবার রাতে একসঙ্গে বিষ খান বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, বুধবার সকালে ঘটনাটি বুঝতে পেরেই তাঁরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে চারজনকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে কিরণ রাঠোর ও তাঁর বড় ছেলের মৃত্যু হয়েছে। বাকি দুজনের চিকিৎসা চলছে। এই ঘটনার পর কিরণ রাঠোরের পুত্রবধূ ননদ ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ির উপর মানসিক নিগ্রহের অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article