AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teesta Setalvad: খারিজ জামিনের আবেদন, অবিলম্বে তিস্তা শেতলওয়াড়কে আত্মসমর্পণের নির্দেশ গুজরাট হাইকোর্টের

Gujarat High Court: গুজরাট হাইকোর্টের বিচারপতি নির্ঝর দেশাই তিস্তা শেতলওয়াড়ের জামিনের আবেদন খারিজ করে দেন এবং অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Teesta Setalvad: খারিজ জামিনের আবেদন, অবিলম্বে তিস্তা শেতলওয়াড়কে আত্মসমর্পণের নির্দেশ গুজরাট হাইকোর্টের
তিস্তা শেতালবাদ।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 1:43 PM
Share

আহমেদাবাদ: গুজরাট হাইকোর্টে (Gujarat High Court) বড় ধাক্কা। জামিনের আর্জি খারিজ হয়ে গেল সমাজকর্মী তিস্তা শেতলবাদের (Teesta Setalvad)। শনিবার আদালতের তরফে তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। ২০০২ সালে গোধরা পরবর্তী হিংসায় (Post Godhra Riot) সাধারণ মানুষকে ফাঁসানোর জন্য নকল প্রমাণ পরিবেশন করেছিলেন তিস্তা, এমনই অভিযোগে মামলা করা হয়েছিল সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের নামে।

এ দিন গুজরাট হাইকোর্টের বিচারপতি নির্ঝর দেশাই তিস্তা শেতলওয়াড়ের জামিনের আবেদন খারিজ করে দেন এবং অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন। উল্লেখ্য, অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে রয়েছেন তিস্তা। আদালতের নির্দেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে রয়েছেন তিস্তা, তাই তাঁকে দ্রুত আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

২০০২ সালের গোধরা পরবর্তী হিংসা কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যদের ক্লিনচিট দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল, কিন্তু শীর্ষ আদালতের তরফে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপর দিনই আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চে তিস্তা শেতলওয়াড়, শ্রীকুমার ও জেলবন্দি প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জীব ভাটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁদের বিরুদ্ধে নকল প্রমাণ পরিবেশন ও নির্দোষ মানুষদের ফাঁসানোর অভিযোগ করা হয়।

গত বছরের ২৫ জুন গুজরাট পুলিশ তিস্তা শেতলওয়াড় ও রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল আরবি শ্রীকুমারকে গ্রেফতার করে। পুলিশ রিমান্ডে থাকার পর সেই বছরের ২ জুলাই আদালত তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিস্তা শেতালবাদ।