গভীর রাতে গুজরাটের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, এখনও পর্যন্ত মৃত ৫

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সুমন মহাপাত্র

Nov 27, 2020 | 7:58 AM

রাজকোট (Rajkot) সিটি পুলিস কমিশনার মনোজ আগরওয়াল জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও ৬ জন।

গভীর রাতে গুজরাটের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, এখনও পর্যন্ত মৃত ৫
11:59 গভীর রাতে গুজরাটের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, এখনও পর্যন্ত মৃত ৫

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: গরম অনুভব হলেও, প্রথমটায় বিপদ আঁচ করতে পারেননি কেউ। কিন্তু মুহূর্তের মধ্যে বিপদ গ্রাস করে। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা ওয়ার্ড। শ্বাসকষ্ট শুরু হয়েছে অনেকের। গুজরাটের  রাজকোটের কোভিড হাসপাতালে (COVID Hospital ) মর্মান্তিক ঘটনা। অগ্নিকাণ্ডের (Fire) জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫ জনের।

মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজকোট উদয় শিবানন্দ অ্যান্ড মাল্টি স্পেশ্যালিটি-এ আগুন লাগে। আইসিইউ-তে প্রথম রাত সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

রাজকোট (Rajkot) সিটি পুলিস কমিশনার মনোজ আগরওয়াল জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও ৬ জন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩৩ জন ভর্তি চিকিত্সাধীন ছিলেন। তাঁদের মধ্যে আইসিইউ-তে ছিলেন ১১ জন। আগুন লাগার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। হাসপাতালের কর্মীরা বাকি রোগীদের দ্রুত গোকুল হাসপাতালে স্থানান্তরিত করেন।

দমকলকর্মীরা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয় দেখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিক কোভিড হাসপাতালে (COVID Hospital) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৬ অগস্ট ভোর রাতে গুজরাটের আমেদাবাদের নবরঙপুরের একটি কোভিড হাসপাতালে (COVID Hospital) আগুন লাগে। তাতে মৃত্যু হয় ৬ জনের।

আরও পড়ুন: এবার করোনা পরীক্ষা করবে রোবট!

ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

অন্যান্য রোগীরা আপাতত অন্যত্র নিরাপদ রয়েছেন। কিন্তু আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। চোখ বন্ধ করলেই কালো ধোঁয়াচ্ছন্ন সেই পরিবেশ ভেসে উঠছে তাঁদের।

Next Article