Ram Rahim On Parole: প্যারোলে ছাড়া পেয়ে মিউজিক ভিডিয়ো প্রকাশ ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিমের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 26, 2022 | 2:41 PM

Ram Rahim On Parole: সম্প্রতি ৪০ দিনের প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছেন রাম রহিম। আর প্যারোলে মুক্তি পেয়েই মিউজিক ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি।

Ram Rahim On Parole: প্যারোলে ছাড়া পেয়ে মিউজিক ভিডিয়ো প্রকাশ ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিমের
ফাইল ছবি

Follow Us

চণ্ডীগঢ়: ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং সম্প্রতি প্যারোলে ছাড়া পেয়েছেন জেল থেকে। এবং জেল থেকে ছাড়া পেয়েই ‘ব্যস্ত’ হয়ে পড়েছেন এই ধর্মীয় নেতা। সম্প্রতি একটি সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাম রহিম। আর এবার তিনি একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ করলেন। বিনোদনের সঙ্গে রাম রহিমের সম্পর্ক বহু পুরনো। ধর্ষণের দায়ে জেলে যাওয়ার আগে তিনি একাধিক সিনেমাতে অভিনয় করেছিলেন। আর এবার জেল থেকে সাময়িক মুক্তিতেও কাজে লেগে পড়েছেন তিনি।

দীপাবলির দিন ইউটিউবে রাম রহিমের নতুন গানের ভিডিয়োটি মুক্তি পায়। গানটি তিনি লিখেছেন এবং নিজেই সুর দিয়েছেন। পাশাপাশি ভিডিয়োর নির্দেশনাও তাঁর নিজের। এই ভিডিয়ো মুক্তি পাওয়ার ২২ ঘণ্টার মধ্যেই ৪২ লক্ষ ‘ভিউজ’ চলে এসেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে রাম রহিম প্রদীপ জ্বালাচ্ছেন। তিনি তাঁর দুই গুরুর উদ্দেশে গানের মাধ্যমে বলছেন, ‘সাধারণ মানুষ বছরে একদিন দীপাবলি উদযাপন করে। কিন্তু আপনাদের (শাহ সতনাম এবং মস্তানা) ধন্যবাদ। কারণ আপনাদের জন্য আমরা সারা বছর দীপাবলি উদযাপন করি।’ এর দশ বছর আগে নিজের প্রথম মিউজিক ভিডিয়ো তৈরি করেছিলেন রাম রহিম। গানটির নাম ছিল ‘লাভ চার্জার’। এদিকে প্যারোলে জেলের বাইরে থাকা রাম রহিমের ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এমনকি কয়েকদিন আগে তাঁর আয়োযিত ‘সৎসঙ্গ’ নিয়েও বিতর্ক হয়েছিল। সেই সৎসঙ্গে অনেক রাজনৈতিক নেতার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সালে ধর্ষণের দায়ে ২০ বছরের জন্য জেলে গিয়েছিলেন রাম রহিম। সম্প্রতি ৪০ দিনের প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এদিকে রাম রহিমের প্যারোলে মুক্তির এই ‘সময়’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। উল্লেখ্য, ডেরা সচ্চা সউদার প্রধান রাম রহিমের প্রভাব রয়েছে হরিয়ানা, দক্ষিণ পঞ্জাব এবং হিমাচল প্রদেশের বহু এলাকায়। আর হরিয়ানাতে কিছু দিনের মধ্যেই উপনির্বাচন এবং পঞ্চায়েত ভোট হওয়ার কথা। হিমাচলেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এই আবহে কংগ্রেস নেতা উদিত রাজ টুইট করে লিখেছেন, ‘আদমপুরে উপনির্বাচনের কথা মাথায় রেখে ডেরা সচ্চা সউদার প্রধান গুরমিত রাম রহিমকে প্যারোলে ছাড়া হয়েছে। বিজেপি তো রাম রহিমকেই নির্বাচনের ময়দানে নামিয়ে দিতে পারে। তাহলে আর গোপনে তাঁকে ভোট চাইতে হবে না।’ এদিকে শাসক বিজেপিকে এই ইস্যুতে তোপ দেগে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ‘এরপর কী হবে? জাতীয় ধর্ষক দিবস ঘোষণা করা হবে? ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিম আবারও প্যারোলে মুক্তি পেল। মুক্তি পেয়ে সৎসঙ্গ করছে। সেখানে বিজেপি নেতারাও যোগ দিচ্ছেন।’

Next Article