UPSC aspirant: প্রিলিমিনারি পাশ করেছেন, আমলা হওয়ার স্বপ্ন পূরণের আগেই…

Sep 23, 2024 | 2:31 PM

UPSC aspirant: গতমাসেই মহারাষ্ট্রের এক যুবতী দিল্লিতে আত্মহত্যা করেন। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য অঞ্জলি গোপনারায়ণ নামে ওই যুবতী দিল্লিতে এসেছিলেন। কিন্তু, তিনবার পরীক্ষা দেওয়ার পরও পাশ করতে না পারায় মানসিক চাপ বাড়ছিল। আত্মহত্যার আগে সুইসাইড নোটে মানসিক চাপের কথা জানান তিনি।

UPSC aspirant: প্রিলিমিনারি পাশ করেছেন, আমলা হওয়ার স্বপ্ন পূরণের আগেই...
প্রতীকী ছবি, ফোটো সৌজন্য-Meta AI

Follow Us

নয়াদিল্লি: দু’চোখে আমলা হওয়ার স্বপ্ন। ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন। মেইন পরীক্ষার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু, আমলা হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার আগেই এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত যুবকের নাম দীপক। দিল্লির মুখার্জি নগরে এক জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের বাড়ি রাজস্থানে।

পুলিশ জানিয়েছে, রাজস্থানে বাড়ি হলেও ইউপিএসসি পরীক্ষার জন্য দিল্লিতে থাকতেন দীপক। ১১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এলাকার সিসিটিভি ফুটেজে ওই জঙ্গলের দিকে যেতে দেখা গিয়েছে তাঁকে। ২০ সেপ্টেম্বর জঙ্গল থেকে দীপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন দীপক। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। দেহের ময়নাতদন্ত করা হয়েছে। মেইন পরীক্ষার প্রস্তুতির মাঝে দীপক যদি আত্মহত্যা করেন, তার কারণ কী হতে পারে? পুলিশ জানিয়েছে, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

গতমাসেই মহারাষ্ট্রের এক যুবতী দিল্লিতে আত্মহত্যা করেন। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য অঞ্জলি গোপনারায়ণ নামে ওই যুবতী দিল্লিতে এসেছিলেন। কিন্তু, তিনবার পরীক্ষা দেওয়ার পরও পাশ করতে না পারায় মানসিক চাপ বাড়ছিল। আত্মহত্যার আগে সুইসাইড নোটে মানসিক চাপের কথা জানান তিনি। বাবা-মার কাছে ক্ষমা চেয়ে যুবতী লেখেন, “মামি-পাপা, আমায় ক্ষমা করো। আমি আর পারছি না। শুধুই সমস্যা আর ইস্যু। কোনও শান্তি নেই। অবসাদ থেকে বেরিয়ে আসার সবরকম চেষ্টা করেছি। কিন্তু, পারলাম না।” সুইসাইড নোটে তাঁর দেহ দানের জন্যও বাবা-মাকে অনুরোধ করেন তিনি।

আবার গত ২৮ অগস্ট লখনউয়ে ২২ বছরের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই যুবকও ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সুইসাইড নোটে তিনি লেখেন, ‘জীবনের প্রতি আশা হারিয়েছি।’ সুইসাইড নোটে বাবা-মার কাছে ক্ষমা চান তিনি।

Next Article