গুরুগ্রাম: আমাদের গোটা সমাজের চোখে শিক্ষককের সকলেই সম্মানের চোখে দেখেন। ছোটবেলা থেকে শিক্ষক যেমন আমাদের পড়াশুনোর পাঠ দেন, ঠিক তেমনই জীবনের চলার পথে শিক্ষকের বলা কথাগুলি আমাদের সাহায্য করে। কিন্তু এখন সেই শিক্ষকের বিরুদ্ধেই যদি মারাত্মক কোনও অভিযোগ ওঠে তবে আমরা সকলেই অবাক হই। হরিয়ানার জিন্দের অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে সুভাষ দুগ্গল নামের এক কলেজ অধ্যাপত দোষী সাব্যস্ত হয়েছেন। জিন্দ সরকারি কলেজে তিনি সহকারী অধ্যাপকের দায়িত্বে রয়েছেন। শুক্রবার এহেন অধ্যাপককে এক ছাত্রের থেকে ঘুষ নেওয়ার অপরাধে ৪ বছরের জেলবন্দি থাকার সাজা শুনিয়েছেন বিচারক। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হরিয়ানা স্টেট ভিজিল্যান্স ব্যুরোর মুখপাত্র এই প্রসঙ্গে জানিয়েছেন, দুগ্গলকে দুর্নীতি মামলার গ্রেফতার করেছিল হরিয়ানা স্টেট ভিজিল্যান্স ব্যুরো এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত চলছিল। তাঁর বিরুদ্ধে ২০১৫ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ এবং ১৩ (১) (ডি) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছিল। আদালত তাকে ৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা সহ ৩ বছরের কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩ (১) (ডি) ধারায় ৫ হাজার টাকা জরিমানা সহ ৪ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। শিক্ষকের এহেন আচরণে রাজ্যজুড়ে অনেকই হতবাক হয়ে গিয়েছেন। বিভিন্ন শিক্ষাবিদরাও এহেন আচরণের প্রতিবাদ জানিয়েছেন।