HD Kumaraswamy: দীপাবলিতে আলো দিয়ে সাজানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, বেআইনি বিদ্যুৎ সংযোগের অভিযোগে জরিমানা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 17, 2023 | 5:48 PM

বেআইনিভাবে বিদ্যুৎ নিয়ে দীপাবলিতে তিনি আলো দিয়ে বাড়ি সাজিয়েছিলেন বলে অভিযোগ। সে জন্য কর্নাটকের বিদ্যুৎ দফতর কুমারস্বামীকে ৬৮ হাজার ৫২৬ টাকা জরিমানা করেছে। এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে কর্নাটকের রাজনীতিতে। যদিও এই অভিযোগের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে জেডি(এস)।

HD Kumaraswamy: দীপাবলিতে আলো দিয়ে সাজানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, বেআইনি বিদ্যুৎ সংযোগের অভিযোগে জরিমানা
দীপাবলিতে কুমারস্বামীর বাড়ি
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: চাঞ্চল্যকর অভিযোগ উঠল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে। বেআইনিভাবে ইলেক্ট্রিক ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বেআইনিভাবে বিদ্যুৎ নিয়ে দীপাবলিতে তিনি আলো দিয়ে বাড়ি সাজিয়েছিলেন বলে অভিযোগ। সে জন্য কর্নাটকের বিদ্যুৎ দফতর কুমারস্বামীকে ৬৮ হাজার ৫২৬ টাকা জরিমানা করেছে। এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে কর্নাটকের রাজনীতিতে। যদিও এই অভিযোগের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে জেডি(এস)। যে ভাবে জরিমানার হিসাবে করা হয়েছে তার নিন্দা করেছে কুমারস্বামীর দল। কুমারস্বামীর অভিযোগ, বিভিন্ন ইস্যুতে সরব বলেই তাঁর সঙ্গে এই কাজ করছে কর্নাটকের কংগ্রেস সরকার।

বেঙ্গালুরু ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (বেসকম) জরিমানা চেয়ে চিঠি দিয়েছে কুমারস্বামীকে। এর পর কুমারস্বামী অভিযোগ করেছেন, তাঁর বাড়ির বিদ্যুতের সংযোগ পরীক্ষা করতে এসে বিদ্যুৎ সরবরাহ দফতরের ইঞ্জিনিয়ার বাড়ির সামনের পোলে বাড়ির লাইনের সংযোগ করেছিলেন। এ বিষয়ে কুমারস্বামী বলেছেন, “এই বিষয়টি জানতে পারার পরই আমি আমার কর্মচারীকে তা খুলে দিতে বলি। যখন আলো লাগানো হয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম না। আমি রামারঙ্গ জেলার বিদাদির বাড়িতে ছিলাম। ইলেক্ট্রিশিয়ান নিজেই কাজ করেছেন। আমি জানতামও না।” এর পাশাপাশি জরিমানার জন্যই ‘অতিরিক্ত’ এবং ‘অবান্তর’ দাবি করা হয়েছে বলে অভিযোগ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক স্বার্থেই কংগ্রেস সরকার এই কাজ করেছে বলে অভিযোগ কুমারস্বামীর।

 

বাড়ির সামনে থাকা বৈদ্যুতিক পোল থেকে ইলেক্ট্রিক নিয়ে দীপাবলিতে বাড়ি সাজানোর অভিযোগ উঠতেই কুমারস্বামীকে খোঁচা দিতে ছাড়েনি কর্নাটক কংগ্রেস। এক্স হ্যান্ডল থেকে তারা এ বিষয়ে কটাক্ষ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Next Article