PM Modi-Vikrant Massey: প্রধানমন্ত্রীর চোখে জল দেখলেন বিক্রান্ত, কেন আবেগপ্লুত হয়ে পড়লেন নমো?

The Sabarmati Report: সবরমতী রিপোর্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গে বিক্রান্ত মাসি বলেন, "অনেক ধরনের অভিনেতা রয়েছেন। আমি একটা সংশোধন করতে চাই-সবরমতী রিপোর্ট হিট। যদি বিনিয়োগ, প্রোডাকশনের খরচ ও রিটার্ন দেখেন, তবে এটা অবশ্যই হিট।"

PM Modi-Vikrant Massey: প্রধানমন্ত্রীর চোখে জল দেখলেন বিক্রান্ত, কেন আবেগপ্লুত হয়ে পড়লেন নমো?
দ্য সবরমতী রিপোর্ট দেখছেন প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, রাজনাথ সিং।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 16, 2024 | 2:11 PM

নয়া দিল্লি: অভিনয়ে জাত চিনিয়েছেন। তাঁর অভিনয়ে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতিই মুক্তি পেয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট (The Sabarmati Report)’। সেই সিনেমা দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁদের পাশে বসেছিলেন সিনেমার অভিনেতা বিক্রান্ত মাসিও (Vikrant Massey)। কেমন ছিল সেই অভিজ্ঞতা, তা নিজেই ভাগ করে নিলেন অভিনেতা।

সম্প্রতিই একটি কনক্লেভে অভিনেতা বিক্রান্ত মাসি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা প্রসঙ্গে বলেন, “দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মধ্যে। তবে তা গোপন রাখাই শ্রেয়। তবে এইটুকু বলতে পারি যে উনি (প্রধানমন্ত্রী মোদী) ফিল্মটি উপভোগ করেছেন এবং আমাদের পরিশ্রম, প্রচেষ্টার প্রশংসা করেছেন।”

২০০২ সালে গোধরায় দাঙ্গার সময় ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনার উপরই ভিত্তি করে তৈরি ‘দ্য সবরমতী রিপোর্ট’। এই সিনেমা দেখে প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে বিক্রান্ত বলেন, “উনি আমার কাজ পছন্দ করেছেন, ওঁর চোখের কোণে জল ছিল…এই প্রশংসা আজীবন আমার সঙ্গে থেকে যাবে।”

সবরমতী রিপোর্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গে বিক্রান্ত মাসি বলেন, “অনেক ধরনের অভিনেতা রয়েছেন। আমি একটা সংশোধন করতে চাই-সবরমতী রিপোর্ট হিট। যদি বিনিয়োগ, প্রোডাকশনের খরচ ও রিটার্ন দেখেন, তবে এটা অবশ্যই হিট। আমি মনে করি ২০০ কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করে, ২৫০ কোটি টাকা আয় করে, তবে তা মোটেও ভাল ব্যবসা নয়।  তার থেকে যদি ১৫ কোটি ব্যয় করে সিনেমা তৈরি করে ৪০ কোটি টাকা আয় করে, সেটা ভাল ব্যবসা। আমি এই ধরনের মানসিকতার মানুষের সঙ্গেই আমি কাজ করি।”

বক্স অফিসের হিট  সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, এর ব্যাখ্যা দিতে গিয়ে ছোটপর্দায় তাঁর অভিনীত বালিকা বধূর সাফল্যের কথাও বলেন বিক্রান্ত মাসি।

প্রসঙ্গত, টুয়েলভথ ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসি সম্প্রতিই ঘোষণা করেন যে তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন। ২০২৫ সালে তাঁর নতুন দুটি সিনেমা মুক্তি পাবে। সেটাই শেষ।