AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: ‘যো ভি হোগা দেখা যায়েগা’, করোনা রোগীদের মনোবল বাড়াতে নাচ স্বাস্থ্যকর্মীদের

ভাদোদরার পারুল সেবাশ্রম হাসপাতালে একাধিক স্বাস্থ্যকর্মী ৯০-র দশকের গানে নাচ করেন করোনা রোগীদের মজা দিতে। ভিডিয়োয় দেখা যায়, বিছানায় শুয়ে বা বসেই তাঁদের তালে তাল দিচ্ছেন করোনা রোগীরাও।

ভিডিয়ো: 'যো ভি হোগা দেখা যায়েগা', করোনা রোগীদের মনোবল বাড়াতে নাচ স্বাস্থ্যকর্মীদের
রোগীদের সামনে পিপিই কিট পরে নাচছেন স্বাস্থ্যকর্মীরা।
| Updated on: Apr 17, 2021 | 3:51 PM
Share

ভদোদরা: করোনা আক্রান্ত হয়ে বন্দি থাকতে হচ্ছে হাসপাতালে, ভিডিয়ো কল ছাড়া দেখা মেলে না আত্মীয়-পরিজনের। স্বাভাবিকভাবেই মনমরা থাকছিলেন করোনা রোগীরা। তবে চিকিৎসার পাশাপাশি মন ভাল করার দাওয়াই খুঁজে বের করলেন চিকিৎসকরা। “সোচ না হ্যায় ক্যায়া, যো ভি হোগা দেখা যায়গা” গানে নেচে গেয়েই মন ভাল করার দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। রাতারাতি ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, গুজরাটের ভাদোদরার পারুল সেবাশ্রম হাসপাতালে একাধিক স্বাস্থ্যকর্মী ৯০-র দশকের গানে নাচ করছেন। বিছানায় শুয়ে বা বসেই তাঁদের তালে তাল দিচ্ছেন করোনা রোগীরাও।

হাসপাতালেরই এক কর্মী সেই ভিডিয়োটি পোস্ট করতেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। অভিনেতা টাইগার শ্রফও হার্ট ইমোজি কমেন্ট করেন। একাধিক নেটিজেন প্রশংসা করেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের এই পদক্ষেপের।

গত বছরও করোনা সংক্রমণ যখন শীর্ষে পৌঁছেছিল, তখনও রোগীদের মনোবল বাড়াতে স্বাস্থ্যকর্মীরা এভাবে নেচে রোগীদের একাকিত্ব দূর করেছিলেন। চিকিৎসক-বিশেষজ্ঞরাও জানিয়েছিলেন, করোনা সংক্রমণের কারণে পরিবার-পরিজনের থেকে দূরে থাকার কারণে বহু রোগীর মনোবল ভেঙে যায়। যার ফলে তাঁরা আরও অসুস্থ হয়ে পড়েন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য় অনুযায়ী, দেশে যে ১০টি রাজ্যে করোনা সংক্রমণ সর্বাধিক, তার মধ্যে গুজরাটও রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২০ জনের। একদিনেই মৃত্যু হয়েছে ৯৪জনের।

আরও পড়ুন: ‘প্রসাদের মতো করোনা বিলি করবে কুম্ভ ফেরত যাত্রীরা’, মুম্বইয়ে সম্পূর্ণ লকডাউনের দাবি মেয়রের