IAS কন্যাকে স্যালুট পুলিশ বাবার, ‘এর থেকে গর্বের আর কী হতে পারে’, আবেগে ভাসল নেটপাড়া

Viral Post: আইএএস অফিসারকে স্বাগত জানানোর দায়িত্ব পড়ে ডেপুটি ডিরেক্টরের উপরেই। তিনিও হাসি মুখে ফুলের তোড়া দিয়ে মেয়েকে স্বাগত জানান। করেন স্য়ালুটও। বাবাকে দেখে খুশি হয়ে যান মেয়েও।

IAS কন্যাকে স্যালুট পুলিশ বাবার, 'এর থেকে গর্বের আর কী হতে পারে', আবেগে ভাসল নেটপাড়া
আইএএস কন্যাকে স্যালুট বাবার।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 17, 2024 | 8:21 AM

হায়দরাবাদ: সন্তানকে মা যেমন গর্ভে  ধারণ করেন, তেমনই বাবা তাঁর মনে ধারণ করেন। আত্মত্যাগ কী, তা শেখা যায় মা-বাবার থেকেই। রবিবার ছিল ফাদার্স ডে। আর সেইদিনই নেটপাড়ার মন কাড়ল এমন একটা ছবি, যা দেখে সবাই বলে উঠল “ধন্য বাবা, ধন্য কন্যা”। অক্লান্ত পরিশ্রম করে মেয়েকে আইএএস অফিসার তৈরি করেছেন বাবা, সেই মেয়েই আসল বাবার অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দিতে। মেয়েকে দেখে স্যালুট করলেন বাবা।  হাসিতে তখন মুখ ঝলমল করছে বাবা-কন্যার।

এমনই মনকাড়া দৃশ্যের সাক্ষী থেকেছে তেলঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস অ্যাকাডেমি। সেখানের ডেপুটি ডিরেক্টর এন ভেঙ্কটেশ্বরুলু। তাঁর কন্যা এন উমা হারাথি আইএএস অফিসার। প্রশিক্ষণের অংশ হিসাবেই শনিবার তিনি বাবার অ্যাকাডেমিতে আসেন।

আইএএস অফিসারকে স্বাগত জানানোর দায়িত্ব পড়ে ডেপুটি ডিরেক্টরের উপরেই। তিনিও হাসি মুখে ফুলের তোড়া দিয়ে মেয়েকে স্বাগত জানান। করেন স্য়ালুটও। বাবাকে দেখে খুশি হয়ে যান মেয়েও। এরপরে বাবা-মেয়ের জুড়ি নিজেদের কাজ শুরু করেন। একসঙ্গেই তারা কর্মীদের প্রশিক্ষণ দেন।

মেয়ের এই সাফল্য এবং গর্বিত বাবার হাসি মুখের ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধন্য ধন্য করছেন নেটাগরিকরা।

প্রসঙ্গত, ২০২২ সালেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এন উমা হারাথি। গোটা দেশে তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। বর্তমানে উমা মারি চেন্না রেড্ডি মানব সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের প্রবেশনারি অফিসার।