Narendra Modi congratulates Donald Trump: ‘বন্ধু’ ট্রাম্পের জয়ে আন্তরিক শুভেচ্ছা মোদীর

Nov 06, 2024 | 4:17 PM

Narendra Modi congratulates Donald Trump: এর আগে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। কূটনীতিকরা বলেন, দুই রাষ্ট্রপ্রধান হিসেবে সম্পর্কের বাইরেও ট্রাম্প-মোদীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মোদীর আমন্ত্রণে ভারতে এসেছিলেন ট্রাম্প।

Narendra Modi congratulates Donald Trump: বন্ধু ট্রাম্পের জয়ে আন্তরিক শুভেচ্ছা মোদীর
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)

Follow Us

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চার বছরের ব্যবধানে ফের হোয়াইট হাউসের মসনদে বসতে চলেছেন তিনি। ট্রাম্পের জয়ের খবর আসার পরই তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা আমার বন্ধু।”

এর আগে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। কূটনীতিকরা বলেন, দুই রাষ্ট্রপ্রধান হিসেবে সম্পর্কের বাইরেও ট্রাম্প-মোদীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মোদীর আমন্ত্রণে ভারতে এসেছিলেন ট্রাম্প।

এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ফের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প। হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে। তারপরই এক্স হ্যান্ডলে ট্রাম্পকে শুভেচ্ছা জানান মোদী। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের আগের মেয়াদকালের সাফল্যের কথা তুলে ধরে মোদী লেখেন, ” ভারত-আমেরিকা কৌশলগত সম্পর্ককে আর দৃঢ় করতে আমরা ফের একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। একসঙ্গে দুই দেশের নাগরিকদের ভালর সঙ্গে কাজ করব।” বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ট্রাম্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এক্স হ্যান্ডলে ট্রাম্পের সঙ্গে তাঁর বেশ কয়েকটি পুরনো ছবিও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে ট্রাম্পের ভারত সফরের ছবিও রয়েছে।

Next Article
Supreme Court On R G Kar: আবারও পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি, বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি
১০ লক্ষ পর্যন্ত শিক্ষা ঋণ মিলবে কম সুদে, ভর্তুকিও দেবে সরকার, কীভাবে পাবেন