নয়া দিল্লি: টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর শনিবার মেঘলা আকাশের দেখা মিলেছে বাংলার (Bengal) একাধিক জেলায়। কোথাও-কোথাও দু-এক পশলা বৃষ্টিপাতও হয়েছে। তবে এটা ক্ষণিকের। তাপপ্রবাহ থেকে এখনই রেহাই মিলছে না। আগামী আরও ৩-৪ দিন তাপপ্রবাহ (Heat wave) চলবে বলে সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। কেবল বাংলা নয়, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিন তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে পূর্বাভাস মৌসম ভবনের (IMD)। এমনকি সৈকতনগরী গোয়াও তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাচ্ছে না। আবার বিহারে ‘লাল সতর্কতা’ জারি করেছে মৌসম ভবন। ইতিমধ্যে গরমের জেরে উত্তরপ্রদেশের ৫৪ জন এবং ওড়িশায় ১ জনের মৃত্যুর খবরও মিলেছে।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী ৪ দিন ওড়িশা ও বীরভদ্রর কিছু অঞ্চলে তাপপ্রবাহ চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড আগামী ৩ দিন তীব্র দাবদাহের সাক্ষী হবে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, বিহার ও মধ্যপ্রদেশে আগামী ২ দিন তীব্র দাবদাহের সাক্ষী হবে। আর তেলঙ্গানা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশে আগামী ২৪ ঘণ্টা তাপপ্রবাহ চলবে।
তীব্র দাবদাহে গত ৩ দিনে উত্তর প্রদেশে ৫৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ওড়িশাতেও ১ জনের মৃত্যু হয়েছে। তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্য আগেই স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাড়িয়েছিল। এবার গোয়া, ছত্তীসগঢ় ও অন্ধ্রপ্রদেশও স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাড়িয়েছে। সবমিলিয়ে, কবে দাবদাহ থেকে মুক্তি মেলে, সেদিকেই তাকিয়ে সকলে।