ভারতকে তাতাতে শুষ্ক বায়ু ধেয়ে আসছে পাকিস্তান থেকে

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: সোমনাথ মিত্র

Jul 01, 2021 | 9:28 PM

Heatwave: ভারতের পশ্চিমে একাধিক রাজ্যে বইবে ভয়ঙ্কর তাপপ্রবাহ। তাপমাত্রা বাড়ছে হু হু করে।

ভারতকে তাতাতে শুষ্ক বায়ু ধেয়ে আসছে পাকিস্তান থেকে
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি: দিন দুয়েক আগেই তীব্র তাপপ্রবাহের সাক্ষী হয়েছে রাজধানী দিল্লি। এ বার দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। প্রত্যেক বছরই দেশের বেশ কয়েকটি রাজ্যে জুনের শেষের দিকে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা যায়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেড়ে গেলেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়। জানা গিয়েছে, পাকিস্তান  থেকে আসা শুষ্ক বায়ুর জেরেই ভারতে উত্তর-পশ্চিমের জেলাগুলিতে এই তাপপ্রবাহ দেখা যাবে। আগামী দু’দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার তাপপ্রবাহ চলবে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান, দিল্লি ও উত্তরপ্রদেশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পাকিস্তান থেকে আসা শুকনো পশ্চিমি বায়ুর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণভাবে সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হলে এবং স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। দিল্লিতেও গত মঙ্গলবারই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল।

মৌসম ভবনের আধিকারিক কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, প্রত্যেক বছর সাধারণত ২০ জুনের আশেপাশে এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়ে থাকে দিল্লিতে। অন্যান্য বছর ২৭ জুন বর্ষা চলে আসে রাজধানীতে। কিন্তু, এ বার জুলাই মাস চলে এলেও বর্ষার দেখা নেই। ৩ জুনেই বর্ষা এসেছে কেরলে। মৌসম ভবন আগেই জানিয়েছে যে এ বার দেশে বর্ষার পরিমাণ স্বাভাবিকই থাকবে।

আরও পড়ুন: কানাডার তাপমাত্রা ৫০ ডিগ্রি, মরুভূমির থেকেও উষ্ণ ওরেগন! সপ্তাহজুড়ে মৃত্যুমিছিলের কারণ কী?

শুধু ভারতেই নয়, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বের একাধিক জায়গায়। তাপপ্রবাহ ভয়ঙ্কর আকার ধারণ করেছে কানাডায়। প্রায় সারা বছরই যে শহর বরফে ঢাকা থাকে, সেখানের তাপমাত্রা পৌঁছেছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই তাপপ্রবাহে কমপক্ষে ২৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একই অবস্থা আমেরিকার পশ্চিমভাগেও। সেখানেও গত সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। আচমকা আবহাওয়ার এই বিশাল পরিবর্তনের পিছনে কারণ খুঁজতেই ব্যস্ত বিজ্ঞানী-গবেষকরা।

Next Article