Heavy rain in Mumbai: ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত মুম্বই, বৃহস্পতিবার স্কুল-কলেজ ছুটি

Sep 26, 2024 | 3:39 AM

Heavy rain in Mumbai: আবহাওয়া দফতর মুম্বই ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবার মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ভারী বৃষ্টি চলবে। সেজন্য বৃহন্মুম্বই পুরনিগম বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Heavy rain in Mumbai: ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত মুম্বই, বৃহস্পতিবার স্কুল-কলেজ ছুটি
ফোটো সৌজন্য-PTI

Follow Us

মুম্বই: ফের ভারী বৃষ্টি। জলমগ্ন রাস্তা। যার জেরে যানজট। একাধিক বিমানের যাত্রাপথ বদল করা হয়েছে। সবমিলিয়ে বিপর্যস্ত মুম্বই। বৃহস্পতিবার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম।

বুধবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে। জল জমতে শুরু করে রাস্তায়। জলমগ্ন রাস্তায় যান চলাচলের গতি কমে যায়। ফলে বাণিজ্য নগরীতে যানজট বাড়ে। আবার ভারী বৃষ্টির জেরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। স্পাইসজেট ও ভিস্তারা তাদের একাধিক ফ্লাইটের যাত্রাপথ বদলেছে। ভিস্তারার একটি বিমান হায়দরাবাদ থেকে মুম্বই আসছিল। কিন্তু, ভারী বৃষ্টির জন্য মুম্বই বিমানবন্দরে অবতরণ করানো যায়নি। বিমানটিকে ফের হায়দরাবাদে পাঠানো হয়। আবার দিল্লি থেকে মুম্বইগামী একটি বিমানকে হায়দরাবাদে অবতরণের নির্দেশ দেওয়া হয়।

এক্স হ্যান্ডলে স্পাইসজেট জানিয়েছে, মুম্বইয়ে খারাপ আবহাওয়ার জন্য সমস্ত ফ্লাইট চলাচল ব্যাহত হতে পারে। যাত্রীকে বিমানের স্ট্যাটাস খতিয়ে দেখতে বলা হয়েছে। আবার ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় রেললাইন জলমগ্ন। ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

এই খবরটিও পড়ুন

আবহাওয়া দফতর মুম্বই ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবার মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ভারী বৃষ্টি চলবে। সেজন্য বৃহন্মুম্বই পুরনিগম বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে তারা সাধারণ মানুষকে আবেদন জানিয়েছে, প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। এদিকে, এদিন আন্ধেরিতে খোলা ম্যানহোলে পড়ে যান এক মহিলা। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Next Article