নয়া দিল্লি: শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য যে পকসো (POCSO) আইন রয়েছে, তার অপব্যবহার করা হচ্ছে! যৌন হেনস্থায় অভিযুক্ত এক ব্যক্তি এমনই বক্তব্য পেশ করেন আদালতে। তবে দিল্লি হাইকোর্ট তাঁকে স্পষ্ট জবাব দিয়েছে যে, অপব্যবহার হচ্ছে বলে কোনও আইন প্রয়োগ বন্ধ হতে পারে না। বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা উল্লেখ করেছেন, যে কোনও আইনের ক্ষেত্রেই অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে।
বিচারপতি রায়ে উল্লেখ করেছে, প্রকৃত নির্যাতিতদের সুবিচার দিতে বৃহত্তর ক্ষেত্রে যে আইন প্রয়োগ করা হয়, শুধুমাত্র অপব্যবহার হতে পারে বলে সেই আইনের প্রয়োগ বন্ধ করা হতে পারে না। সাত বছরের শিশুকে যৌন হেনস্থায় অভিযুক্ত এক ব্যক্তির আবেদনের শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সেই শুনানিতেই এমন বার্তা দিয়েছে হাইকোর্ট।
রাকেশ নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে ২০১৬ সালে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পকসো আইন ছাড়াও তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলাও রুজু হয়। অভিযুক্ত দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল, ওই অভিযোগকারী কিশোর ও তাঁর মাকে আবারও ডাকা হোক ও তাঁদের বয়ান নেওয়া হোক। আগে নিয়ম মাফিক যে বয়ান নেওয়া হয়েছিল, সেটা আবারও খতিয়ে দেখার দাবি জানান তিনি। আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে।
হাইকোর্ট উল্লেখ করেছে, মাত্র সাত বছর বয়সে অনেক মানসিক চাপের মধ্যে যেতে হয়েছে। একদিকে হেনস্থার শিকার হতে হয়েছে, অন্যদিকে পুলিশের কাছে, আদালতে সেই ঘটনার বর্ণনা দিতে হয়েছে। সাত বছর পর সেই বয়ান আবারও দিতে বলার কোনও প্রয়োজন নেই।