বিহার: লোকসভা নির্বাচনের দিন এগোচ্ছে ক্রমশ। এরই মধ্যে হাতে হাত মিলিয়েছে বিরোধীরা। তাই কোনও পক্ষই অপর পক্ষকে রেয়াত করতে রাজি নয়। আক্রমণের কোনও সুযোগই ছাড়ছেন না রাজনীতিকরা। একদিকে বিজেপি নেতাদের মুখে একটাই কথা, নরেন্দ্র মোদীর কোনও বিকল্প নেই। অন্যদিকে, ইন্ডিয়া জোটের আশা, একজোট হয়ে তারা বিজেপির হাত থেকে প্রধানমন্ত্রীর চেয়ার ছিনিয়ে নিতে পারবে। এই আবহে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র কচাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, রাহুল গান্ধী চাঁদে গেলেই একমাত্র প্রধানমন্ত্রী হতে পারবেন। নীতিশ কুমারেরও কোনও আশা নেই বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানে ইন্ডিয়া জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাহুল গান্ধীকে চাঁদে যেতে হবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। যদি তিনি প্রধানমন্ত্রী হতে চান, তাহলে তাঁকে আমরা চন্দ্রযানে চাপিয়ে চাঁদে পাঠিয়ে দেব।”
আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার? তাঁর কি প্রধানমন্ত্রী হওয়ার কোনও আশা আছে? এই প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, নীতিশ কুমার প্রধানমন্ত্রী তো হতে পারবেন না, কারণ ওই আসনটা শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্যই আছে। তাঁর আরও দাবি, নীতিশ কুমারকে ওই জোটে একা হয়ে যেতে হবে। তাঁর সঙ্গে কেউ থাকবে না।
এদিকে, সনাতন ধর্ম নিয়ে ডিএমকে নেতা যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গেও কংগ্রেসকে একহাত নিলেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, পুরো ঘটনায় কংগ্রেস কোনও মন্তব্য করেনি, তার মানে এই যে এর পিছনে কংগ্রেস ছিল। এ ক্ষেত্রে দেশের মানুষ সবটাই বুঝতে পারবেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা। এছাড়াও সম্প্রতি সাংবাদিকদের বয়কট করার ইস্যুতে হিমন্ত বিশ্বশর্মা ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে ওই জোটের সদস্যরা বাক-স্বাধীনতা নিয়ে কথা বলেন?