TV9 বাংলা ডিজিটাল: মৃত্যুর পরও বিতর্ক পিছু ছাড়ছে না। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের (Ram Vilas Paswan) মৃত্যু ও তাঁর ছেলে চিরাগ পাসোয়ানের (Chirag Paswan) ভূমিকা নিয়ে তদন্তের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিল হিন্দুস্তানি আওয়াম মোর্চা (Hindustani Awam Morcha) বা হাম।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে হাম-এর প্রধান জিতন রাম মাঁঝি বলেন,”গোটা দেশ রাম বিলাস পাসোয়ানের মৃত্যুতে শোকাহত, কিন্তু লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ানকে তাঁর পিতার শেষযাত্রার পরের দিনই শ্যুটিংয়ে হাসি মুখে দেখা গিয়েছে। যেহেতু রাম বিলাসের পরিবার ও অনুগামীরা নানা প্রশ্ন তুলছিল, তাই তিনি ‘কাট টু কাট’ শ্যুটিংয়ের কথা বলছিলেন।”
চিঠিতে হাসপাতাল ও রাম বিলাসের পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। হাম-এর দাবি, “যে হাসপাতালে রাম বিলাস পাসোয়ান ভরতি ছিলেন, সেখান থেকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি কার নির্দেশে? কার নির্দেশে হাসপাতালে রাম বিলাসের সঙ্গে কেবল তিনজনকেই দেখা করতে দেওয়া হয়েছিল?” গত ৮ অক্টোবর প্রয়াত হন রাম বিলাস পাসোয়ান। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জিতন রাম মাঁঝি (Jitan Ram Manjhi)-র দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রধানমন্ত্রীকে লেখা তাদের চিঠিতে রাম বিলাস পাসোয়ানের মৃত্যু নিয়ে একাধিক সন্দেহ ও তাঁর ছেলে চিরাগ পাসোয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
রাম বিলাস পাসোয়ানের পর চিরাগ পাসোয়ান একটি দুই মিনিটের ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, দুই মিনিটের বার্তা দিতে তিনি বারবার রি-টেক নিচ্ছিলেন। এই ভিডিয়ো দেখে বিরোধীদের তোপ, “পিতার মৃত্যুতে অতটাও দুঃখিত নন তিনি।” তবে মুখ বুজে থাকেননি চিরাগ, সমালোচকদের কড়া জবাব দিয়ে তিনি বলেন, “সবাই এখন একজন মৃত মানুষকে নিয়ে রাজনীতি করছে। যারা এইধরনের মন্তব্য় করছেন, তাদের নিজের প্রতি লজ্জা হওয়া উচিত।”
হাম-এর প্রধান জিতন রাম মাঁঝিকে উদ্দেশ্য করে চিরাগের তোপ,”যেভাবে উনি আমার বাবা সম্পর্কে এখন কথা বলছেন, তাহলে তিনি যখন হাসপাতালে ভরতি ছিলেন, তখন এত উদ্বেগ দেখাননি কেন? সবাই এখন মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করছে। তিনি যখন বেঁচে ছিলেন, তখন কেউ দেখা করতে চাননি কেন?”
অন্যদিকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেই ক্ষান্ত হননি জিতন রাম মাঁঝি। তিনি ইতিমধ্যেই রাম বিলাস পাসোয়ানকে ভারত রত্ন দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind)-কে চিঠি লিখে নয়া দিল্লির ১২, জনপথ বাংলো, যেখানে তিনি ১৯৮৯ থেকে বিগত ৩১ বছর ধরে বসবাস করছেন, তা স্মৃতিসৌধে পরিণত করার আবেদনও জানিয়েছেন।