Amit Shah& Mamata Banerjee: সোমে হাইভোল্টেজ ত্রিপুরা! মমতার সফরের মধ্যেই জনসভা শাহের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 05, 2023 | 12:31 AM

আগামী সোমবার অর্থাৎ যেদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরাসুন্দরী মন্দির দর্শনে যাবেন, সেদিন ত্রিপুরার খোয়াই ও শান্তিরবাজারে সমাবেশ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

Amit Shah& Mamata Banerjee: সোমে হাইভোল্টেজ ত্রিপুরা! মমতার সফরের মধ্যেই জনসভা শাহের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

আগরতলা: পাখির চোখ ত্রিপুরা। বিজেপি থেকে তৃণমূল – দু-পক্ষই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ত্রিপুরা জয় করতে। তাই এবার সোমবারই ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর একটি পদযাত্রা করার কথা রয়েছে। আবার সেদিনই ত্রিপুরা সফরে সমাবেশ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অর্থাৎ সোমবার হাই ভোল্টেজ দিনের সাক্ষী হতে চলেছে ত্রিপুরাবাসী।

তৃণমূল সূত্রে খবর, আগামী ৬ ফেব্রুয়ারি, সোমবার দু-দিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি ত্রিপুরাসুন্দরী মন্দিরে যাবেন। সেখানে পুজো দিয়েই ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার আগরতলায় পদযাত্রা করবেন তিনি।

অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের সময়েই ওই রাজ্যে ভোট প্রচারে থাকছেন বিজেপির তথাকথিত সেকেন্ড-ইন-কম্যান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সোমবার অর্থাৎ যেদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরাসুন্দরী মন্দির দর্শনে যাবেন, সেদিন ত্রিপুরার খোয়াই ও শান্তিরবাজারে সমাবেশ করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেদিন তৃণমূল নেত্রীর অন্য আর কী কর্মসূচি থাকছে, তা এখনও স্পষ্ট নয়। তবে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একই দিনে ত্রিপুরায় ভোট প্রচার যে রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলা বাহুল্য। সেদিন কোনদিকে পাল্লা ভারী থাকে, তা দেখতে তৎপর ত্রিপুরার রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ৬০টি বিধানসভা আসনে রয়েছে বিধানসভা ভোট (Tripura Assembly Elections)। এবার এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। বাম ও কংগ্রেস ইতিমধ্যে জোট বেঁধেছে। আবার জমি ধরে রাখতে একদিকে যেমন বিজেপি মরিয়া, তেমনই ত্রিপুরায় সরকার গড়তে মরিয়া তৃণমূল। এই নির্বাচনকে পাখির চোখ করেই ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়তে চাইছে ঘাসফুল শিবির। ইতিমধ্যে ত্রিপুরা সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার একেবারে সম্মুখ সফরে নামতে চলেছেন মমতা-শাহ।

Next Article