রাজ্যসভায় পেশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল। ফাইল ছবি।
নয়া দিল্লি: পূর্ব নির্ধারিতই ছিল। আজ, সোমবার রাজ্যসভায় পেশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল ২০২৩। পূর্ব নির্ধারিত সূচি মেনেই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বিলটি (Delhi Ordinance Bill, 2023) পেশ করেন। যদিও অন্যান্য দিনের মতো এদিনও সকালে অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীদের হই-হট্টগোলে সংসদের দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি হয়ে যায়। দুপুর ২টোর পর আবার অধিবেশন শুরু হলে প্রথমেই বিলটি রাজ্যসভায় পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।
- দিনভর দীর্ঘ আলোচনা, ভোটাভুটির পর অবশেষে রাত ১০টায় রাজ্যসভায় পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল।
- দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে দীর্ঘ আলোচনার পর এবার সেটি পাশ করাতে ভোটাভুটি শুরু হল রাজ্যসভায়।
- দিল্লি অর্ডিন্যান্স বিলের গুরুত্ব ব্যাখ্যা করে এদিন অমিত শাহ বলেন, এই বিল সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করছে না। বরং রাজধানীতে দুর্নীতি-মুক্ত প্রশাসনের গড়ে তুলতে এই বিল গুরুত্বপূর্ণ।
- কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির সুরে এবার দিল্লি অর্ডিন্যান্স বিলের বিরোধিতায় সরব হলেন আপ সাংসদ রাঘব চাড্ডা। তিনি বিলটিকে ‘সাংবিধানিক পাপ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বিলটি আইন হলে এটা রাজনৈতিক প্রতারণা, সাংবিধানিক অপরাধ হবে এবং প্রশাসনিক ক্ষেত্রে জটিলতা বাড়াবে।”
- রাজ্যসভায় যখন দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে তীব্র বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস, তখন লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল ডিজিটাল পার্সোনাল ডাটা সুরক্ষা বিল (DPDP)। এদিন লোকসভায় ধ্বনিভোটে পাশ হয় বিলটি।
- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ করার পরই বিরোধীদের তরফে তীব্র বিরোধিতা করেন প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। বিলটিকে অসাংবিধানিক এবং মৌলিকভাবে গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, “বিজেপি যেভাবেই হোক বিলটি নিয়ন্ত্রণ করতে চাইছে এবং আঞ্চলিক কণ্ঠস্বর ও দিল্লির জনগণের আকাঙ্খার উপর আক্রমণ আনছে। এটি ফেডারেলিজমের সমস্ত নীতি, সিভিল সার্ভিসের সমস্ত নিয়ম এবং গণতন্ত্রের সমস্ত মডেল লঙ্ঘন করে।”
- রাজ্যসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল সম্পর্কে আলোচনার জন্য ৬ ঘণ্টা ধার্য করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এদিনই বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যেতে পারে।
- আজ সকালে অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীদের হই-হট্টগোলে সংসদের দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি হয়ে যায়।দুপুর ২টোর পর আবার অধিবেশন শুরু হলে প্রথমেই রাজ্যসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল ২০২৩ পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।