Amit Shah: ‘প্রধানমন্ত্রীর পদ খালি নেই’, বিহারে দাঁড়িয়ে নীতীশকে তোপ শাহর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 02, 2023 | 7:10 PM

নীতীশ কুমারের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে বলেও বিহারে দাঁড়িয়ে হুঙ্কার দেন অমিত শাহ।

Amit Shah: প্রধানমন্ত্রীর পদ খালি নেই, বিহারে দাঁড়িয়ে নীতীশকে তোপ শাহর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Follow Us

পটনা: প্রধানমন্ত্রীর পদ ফাঁকা নেই। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রবিবার বিহারে গিয়ে এই ভাষাতেই নাম না করে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন জোট শরিক নীতীশ কুমারকে কটাক্ষ করলেন অমিত শাহ (Amit Shah)। তাঁর মন্তব্য, “এখনও পর্যন্ত জনগণ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন।”

প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন নীতীশ কুমার। বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগটবন্ধন হবে বলে মন্তব্য করেছেন তিনি। নীতীশের প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের প্রসঙ্গে এদিন নাম না করে তোপ দাগেন অমিত শাহ। বিহারের নাওয়াড়ায় জনসভা থেকে তাঁর কটাক্ষ, “এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে চান এবং লালুজির পুত্র মুখ্যমন্ত্রী হতে চান।” এরপরই তেজস্বী-পিতা তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে উদ্দেশ করে শাহ বলেন,”আমি লালু-জিকে বলতে চাই, আপনি নীতীশকে জানেন। তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই পদটি খালি নেই। দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন যে, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। তখন এটাই ঘটবে যে, নীতীশ কুমার তাঁর ডেপুটি তেজস্বী যাদবের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি ভাঙবেন। কারণ তাঁর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে যাবে।”

যদিও মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে তিনি কোনও স্বপ্ন দেখছেন না বলে গত মাসে দাবি জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। একেবারে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “তিনিও (নীতীশ কুমার) প্রধানমন্ত্রী হতে চাইছেন না আর আমিও মুখ্যমন্ত্রী হতে চাই না। আমরা যেখানে রয়েছি, সেখানেই খুশি।”

অন্যদিকে, বিজেপির সঙ্গে আর কখনও জোট করবেন না বলে সম্প্রতি কটাক্ষ করেছেন নীতীশ কুমার। এদিন তারও পাল্টা জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নীতীশ কুমারের সঙ্গে একযোগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকেও কটাক্ষ করেন শাহ। তিনি বলেন, “বিজেপি কখনও জাতপাতের বিষ ছড়ানো নীতীশ কুমার এবং ‘জঙ্গলরাজ’ প্রবর্তক লালু প্রসাদের সঙ্গে হাত মেলাতে পারে না।” নীতীশ কুমারের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে বলেও বিহারে দাঁড়িয়ে হুঙ্কার দেন অমিত শাহ।

Next Article