Amit Shah Slams Rahul Gandhi : ‘দেশের ইতিহাস আগে পড়া উচিত রাহুলের’, নিশানা শাহের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 10, 2022 | 10:44 PM

Amit Shah Slams Rahul Gandhi : যোধপুরে বিজেপির বৈঠক থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন অমিত শাহ। তিনি রাহুল গান্ধীকে তিনি ইতিহাস পড়ার কথা বললেন।

Amit Shah Slams Rahul Gandhi : দেশের ইতিহাস আগে পড়া উচিত রাহুলের, নিশানা শাহের
গ্রাফিক্স সৌজন্যে : টিভি৯ বাংলা

Follow Us

জয়পুর : রাজস্থানে দু’দিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের দ্বিতীয় দিনে তিনি যোধপুরে বিজেপির বিজেপির ওবিসি মোর্চার বৈঠক ও বুথ লেভেল বৈঠকে যোগ দেন। এবার সেই বৈঠক থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন অমিত শাহ। রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে আক্রমণ শানালেন তিনি। তিনি এদিন বলেন, রাহুলের দরকার আগে ভারতের ইতিহাস পড়া। রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, বিদেশি ব্র্যান্ডের টি-শার্ট ও জার্সি পরে ‘ভারত জোড়ো যাত্রায়’ বেরিয়েছেন রাহুল।

প্রসঙ্গত, ভারত ৭ সেপ্টেম্বর থেকে কন্যাকুমীর থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’ বিজেপির অনেক সমালোচনাও কুড়িয়েছে। এদিকে সম্প্রতি রাহুলের ৪১ হাজারের টি-শার্ট নিয়েও তাঁকে এক হাত নিয়েছেন বিরোধীরা। এবার স্বরাষ্ট্রমন্ত্রী যোধপুরের বৈঠক থেকে রাহুলকে আক্রমণ করে বলেন, ‘সংসদে রাহুলের বক্তৃতা সম্বন্ধে রাহুল বাবা ও কংগ্রেসের সদস্যদের আমি মনে করিয়ে দিতে চাই। রাহুল বাবা বলেছিলেন, ভারত কোনওভাবে আর দেশ নয়। রাহুল বাবা আপনি কোন বইতে এটি পড়েছেন? এই দেশের জন্যই লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবন বলিদান দিয়েছেন।’ তিনি আরও বলেছেন, ‘রাহুল গান্ধী ভারত জুড়তে পদযাত্রা শুরু করেছেন। কিন্তু আমার মনে হয় তাঁর ভারতীয় ইতিহাস পড়ার প্রয়োজন রয়েছে।’ তিনি জানিয়েছেন, কংগ্রেস উন্নয়নের জন্য কোনওদিন কাজ করতে পারেন না। তিনি বলেছেন, ‘কংগ্রেস কেবলমাত্র পোষণ এবং ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্যই কাজ করতে পারেন।’

প্রসঙ্গত, দু’দিনের সফরে রাজস্থানে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন বিজেপির ওবিসি মোর্চার সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী বছরেই নির্বাচন রাজস্থানে। বিশ্লেষকদের মতে, কংগ্রেস শাসিত রাজ্যে ওবিসি ভোটব্য়াঙ্কে জোর দিতেই এখন থেকে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তাই বুথ লেভেলে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছেন চাণক্য।

Next Article