নয়া দিল্লি: ভয়ঙ্কর পরিস্থিতি সিরিয়ায়। সশস্ত্র বাহিনীর দখলে রাজধানী দামাস্কাস সহ একাধিক শহর। দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে সুযোগ বুঝে ইজরায়েল হামলা চালাতে শুরু করেছে। দখল করে নিচ্ছে সীমান্তের এলাকা। এই জটিল পরিস্থিতিতে ভারতীয়দের বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করে এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের মাটিতে পা রেখে সিরিয়ার বর্তমান অবস্থার বর্ণনা দিলেন ভারতীয়রা।
গত সপ্তাহেই সিরিয়া থেকে উদ্ধার করে আনা হয়েছে ৭৫ জন ভারতীয়কে। এদের মধ্যেই একজন রবি ভূষণ। দেশে ফিরে তিনি বলেন, “ভারত সিরিয়ায় উদ্ধারকাজ শুরু করেছে। আমরা প্রথম ব্যাচেই ফিরতে পেরেছি। সবথেকে ভাল বিষয় হল দূতাবাসের তরফে আমাদের সকলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বারবার আমাদের জিজ্ঞাসা করা হচ্ছিল যে ঠিক আছি কি না। আমাদের উৎসাহ দিচ্ছিল। প্রতি ঘণ্টায় দূতাবাসের তরফে আপডেট দেওয়া হচ্ছিল। ভারত সরকার এবং সিরিয়া ও লেবাননে ভারতীয় দূতাবাসের কাছে কৃতজ্ঞ। বাকি দেশের নাগরিকদের যে কষ্টের মধ্যে থাকতে হচ্ছে, সেখানেই ভারত সরকার যেভাবে দেশের নাগরিকদের উদ্ধার করে এনেছে, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতীয়রা।”
রবি ভূষণ বলেন, “বাকি দেশের নাগরিকরা কত কষ্টে রয়েছে, তা দেখেছি আমরা। ছোট ছোট বাচ্চা, মহিলারা ৪-৫ ডিগ্রিতে ১০-১২ ঘণ্টা বাইরে দাঁড়িয়ে থাকছিল। আমাদের এমন কোনও পরিস্থিতির মুখে পড়তে হয়নি।”
সিরিয়ার অবস্থা কেমন? তিনি বলেন, “ভয়ঙ্কর অবস্থা। চারিদিকে শুধু আতঙ্ক। প্রকাশ্য রাস্তায় গুলি চলছে, বোমাবর্ষণ হচ্ছে, ব্যাঙ্ক লুট করছে। বিমানবন্দর ধ্বংস করে দিয়েছে। হোটেল, বাড়ির সামনে যে গাড়িগুলি দাঁড়িয়েছিল, সব নষ্ট করে দিয়েছে। আমার মনে হচ্ছে, আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হবে।”
রবি জানান, বাণিজ্যিক কাজে তিনি সিরিয়ায় গিয়েছিলেন। তখন সবকিছু ঠিক ছিল। হঠাৎ ২-৩ দিনে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়, হামলা, গোলাগুলি চলতে শুরু করে। আপাতত প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে পেরেছেন, এর জন্য সরকারকে বারংবার ধন্যবাদ জানাচ্ছেন তিনি।