কর্নাটক: দীর্ঘক্ষণ গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হন চালকরাও। কখনও কখনও চোখ লেগে যায় তাঁদেরও। অনেক সময়ই দেখা যায় গাড়ির চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। সে ট্রাক হোক, লরি হোক বা ছোট চার চাকা গাড়ি। এই দুর্ঘটনা রুখতেই এবার অভিনব গবেষণায় কর্নাটকের হুবলির তাবিবল্যান্ডের রাবিয়া ফারুকি। তাঁর গবেষণা নিয়ে চর্চা হচ্ছে আন্তর্জাতিক স্তরেও।
মূলক জীবন রক্ষাকারী চশমা নিয়ে গবেষণা করছেন রাবিয়া। মূলত সেই চশমা হয়ে উঠতে পারে জীবনরক্ষক, ‘অ্যান্টি স্লিপ’, দাবি গবেষকের। এই ধরনের চশমায় রিচার্জেবল ব্যাটারি, আইআর সেন্সর, বাজ়ার (Buzzer) রয়েছে। চালক ওই গগল পরবেন। গাড়ি চালানোর সময় যদিও চালকের চোখ ভুল করেও বুজে যায়, বাজ়ারের শব্দ সচেতন করবে চালককে। ‘ইন্সপায়ার অ্যাওয়ার্ড শো’তে জাতীয় সেরা মডেল পুরস্কারের জন্য তা নির্বাচিতও হয়েছে।
শুধু তাই নয়, রুবিয়ার গবেষণার এই চশমা আন্তর্জাতিক বিজ্ঞান মেলার জন্য নির্বাচিত হয়েছে। রুবিয়া জানান, পথদুর্ঘটনার খবর তাঁকে স্কুলে পড়ার সময় থেকেই ভাবিয়েছে। কারণ, বারবারই তিনি শুনেছেন চালকের ঘুম পেয়ে যাওয়ার কারণে অধিকাংশ পথদুর্ঘটনা ঘটে। রুবিয়ার বাবা আবদুল শাহিদ, মা আনিজাও সবসময় সাহায্য করেছেন মেয়েকে। এখন সেই চশমা আন্তর্জাতিক স্তরে জায়গা পাওয়ায় দারুণ খুশি তাঁরা।