নয়াদিল্লি: ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তার পরও ভারতে ছিল। এ রকমই তিন নাইজেরীয় নাগরিককে আটক করতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে গিয়ে অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হল পুলিশের ওই দল। প্রায় ১০০ জনের আফ্রিকান নাগরিকের একটি দল পথ আটকায় পুলিশের। ওই আফ্রিকানদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের। এই সুযোগ ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ায় আটক হওয়া তিন নাইজেরীয়ের মধ্যে দুজন পুলিশের কবল থেকে পালিয়ে যায়। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির নেব সারাই এলাকায়। নারকোটিক্স দলের অফিসাররা শনিবার দুপুর আড়াটা নাগাদ গিয়েছিলেন ওই এলাকায়। এবং বিভিন্ন আফ্রিকান নাগরিকের ভিসা পরীক্ষা করছিলেন। এর মধ্যে তিন জন নাইজেরীয় নাগরিকের ভিসার মেয়াদ শেষ হলেও তাঁরা থাকছিলেন ভারতে। সে জন্যই আটক করা হয় তাঁদের।
সেই খবর পেতেই ওই এলাকায় থাকা প্রায় ১০০ আফ্রিকান জড়ো হয়ে যান সেখানে। পুলিশের কাজে বাধা দিতে থাকেন তাঁরা। সেই ধস্তাধস্তির সুযোগে পুলিশের কবল থেকে ধৃত নাইজেরীয়দের মধ্যে দুজন পালিয়ে যায়। ধৃতদের মধ্যে এক জনকে থানায় নিয়ে আসতে সমর্থ হয় পুলিশ। ২২ বছরের ওই নাইজেরীয়র নাম ফিলিপ। ভিসার মেয়াদ শেষের পরও ভারতে ছিলেন তিনি। এই ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নেব সরাই থানা এবং নার্কোটিক্সের একটি দল ফের রাজু পার্ক এলাকায় যায়। সেখান থেকে চার নাইজেরীয়কে গ্রেফতার করে। তাঁদের মধ্যে এক জন নাইজেরীয় মহিলাও রয়েছে।
ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, ১০০-র বেশি আফ্রিকান পুলিশ দলকে ঘিরে ধরেছিল। তাঁরা ধৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল। সেখানে তখন কম সংখ্যায় পুলিশ ছিল। তাঁরা কোনও মতে সেখান থেকে ফিরে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় ফের পুলিশের দল যায় সেখানে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।