নয়া দিল্লি: সেই ১৩ ডিসেম্বর। ২০০১ সালে এই দিনেই সংসদ ভবনে হয়েছিল সন্ত্রাসবাদী হামলা। ২২ বছর পর, একই দিনে, ফের আতঙ্ক ছড়াল সংসদের অন্দরে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে গেল সাংসদদের মধ্যে। আর এর নেপথ্যে রয়েছে বড়সড় নিরাপত্তা গাফিলতি। কাঁদানে গ্যাসের গোলা নিয়ে সংসদে ঢুকে পড়েছিল দুই অজ্ঞাতপরিচয় যুবক। অধিবেশন চলাকালীন আচমকা গ্যালারি থেকে সরাসরি ওয়েলে লাফ মারে তারা। ছুড়ে মারে কাঁদানে গ্যাসের গোলা। এরপরই তীব্র আতঙ্ক ছড়ায় সাংসদদের মধ্যে। পরে সংসদের নিরাপত্তারক্ষীরা ওই দুই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। সংসদের কার্যক্রম বেলা ২টো পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।
Sansad breaking.
Two people with tear gas canisters jumped into Lok Sabha well and opened it. House adjourned. #LokSabha pic.twitter.com/UrFZ7xE8pB
— sansadflix (@sansadflix) December 13, 2023
লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে। এদিনও সভার কার্যক্রম চলছিল। বক্তৃতা দিচ্ছিলেন তৃণমূল সাংসদ খগেন মুর্মু ।হঠাতই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গ্যালারি থেকে লাফিয়ে নেমে পড়ে নীচে। যেখাানে সাংসদরা বসেন সেখানে। এরপর আতঙ্কিত সাংসদদের মধ্য দিয়েই একের পর এক টেবিল টপকে তারা চলে আসে ওয়েলে। সেখানে দুটি ক্যান ছুড়ে মারে তারা। সেই ক্যানগুলি থেকে মুহূর্তের মধ্যে হলুদ রঙের ধোঁয়া বের হতে থাকে। সেই ধোঁয়া বিষাক্ত কিনা, অবিলম্বে তা নিশ্চিত করা যায়নি। ফলে, সাংসদদের মধ্যে লোকসভা কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
এর আগের বিশেষ অধিবেশনেই নয়া সংসদ ভবনে কাজকর্ম শুরু হয়েছিল। এখনও পর্যন্ত নতুন ভবনটির সঙ্গে সড়গড় হয়ে উঠতে পারেননি সাংসদরা। ফলে, কোন পথ দিয়ে বাইরে বেরিয়ে আসা যাবে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় সাংসদদের মধ্যে। একপ্রকার, একে অপরকে ঠেলে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। তবে, প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্মোক বম্ব নিক্ষেপতারী ওই দুই অজ্ঞাতপরিচয় যুবককে আটক করা হয়েছে। সংসদ ভবনের বাইরে তাঁদের আটক করে নিয়ে যেতে দেখা গিয়েছে। তবে ঠিক কী কারণে সংসদে ঢুকে তারা এই কাজ করল, তা এখনও জানা যায়নি। তবে শুধু সংসদের ভিতরে নয়, বাইরেও কয়েকজন স্মোক বম্ব ফাটায়। সম্ভবত কোনও একটি বিষয নিয়ে বিক্ষোভ দেখাতে এই কাজ করলেন তাঁরা।
তবে, সাংসদদের অনেকের মনেই ফিরে এসেছে ২০০১ সালের সংসদ ভবন আক্রমণের স্মৃতি। দিন কয়েক আগে, খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুনও ১৩ ডিসেম্বরই সংসদ ভবনে হামলার হুমকি দিয়েছিল। সাধারণত, লোকসভার গ্যালারিতে প্রবেশের আগে কড়া চেকিং চলে। তার মধ্যে কীকরে স্মোক বম্ব নিয়ে ওই দুই যুবক সংসদের ভিতরে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।