আগ্রা: ছোটখাটো নানা বিষয় নিয়ে সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এটা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। পরে সে সব মিটেও যায়। কিন্তু তাই বলে কখনও শুনেছেন লিপস্টিক নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া গড়িয়ছে থানা পর্যন্ত! এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়।
স্বামী তাঁর স্ত্রীর জন্য উপহার হিসেবে একটি লিপস্টিক কিনে নিয়ে গিয়েছিলেন। কিন্তু স্ত্রী সেই লিপস্টিক দেখা মাত্রই রেগে যায়। স্বামী ভেবেছিলেন তাঁর উপহার পেয়ে স্ত্রী খুশি হবেন। কিন্তু ঘটল উল্টো ঘটনা। স্ত্রী স্পষ্ট বলেন, এই রঙ আমার পছন্দ নয়, অন্য রঙের লিপস্টিক নিয়ে এস। স্বামী তখন বলেন, এটাও রাখ। আরও একটা নিয়ে আসব। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। স্ত্রী স্বামীকে ছেড়ে সোজা চলে যান তাঁর বাবা-মায়ের বাড়িতে। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তিনি।
স্ত্রী পুলিশকে জানান, তাঁদের আয় খুব বেশি নয়। তাই তিনি স্বামীকে বলেছিলেন লাল লিপস্টিক বদলে মেরুন লিপস্টিক আনতে। কিন্তু টাকার প্রতি স্বামীর কোনও সম্মান নেই বলে দাবি করে তিনি বলেন, আর একটা নিয়ে এলে শুধুই অযথা খরচ হত।
এদিকে স্বামীর দাবি, মহিলাদের মেক আপ আইটেম সম্পর্কে খুব বেশি জানেন না তিনি। ভালবেসে লিপস্টিক কিনে নিয়ে গিয়েছিলেন। ভেবেছিলে স্ত্রী ঠোঁটে লাগালে তাঁকে আরও সুন্দর দেখাবে। কিন্তু তাঁর স্ত্রী তাঁকে লিপস্টিক বদলাতে বলেন।
দু’জনকে ভালভাবে বোঝানো হলে স্বামী-স্ত্রী রাজি হন। জানা গিয়েছে, ৬ মাস আগে মথুরার ওই যুবকের সঙ্গে বিয়ে হয়। স্বামী পেশায় রাজমিস্ত্রি। লাল লিপস্টিক অর্ডার করা নিয়েই হয়েছিল সমস্যা। আপাতত যুবতী তাঁর স্বামীর সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে গিয়েছে।