হায়দরাবাদ: তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে একটি খোলা চিঠি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। চিঠিতে, হাইড্রা (HYDRAA), অর্থাৎ, হায়দরাবাদ ডিসাস্টার অ্যাসেট মনিটরিং অ্যান্ড প্রোটেকশন এজেন্সির ধ্বংস অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, তেলঙ্গানা সরকার নির্মাণের পরিবর্তে ধ্বংসে বেশি আগ্রহী। জি কিশান রেড্ডি চিঠিতে লিখেছেন, আপনার সরকারের অধীনে হাইড্রা প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের কাজ ছিল সরকারি জমিতে অবৈধ নির্মাণ অপসারণ করা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের পদক্ষেপ সমাজের দুর্বল অংশ বিশেষ করে গরিবদের উপর বিরূপ প্রভাব ফেলছে।
চিঠিতে জি কিশান রেড্ডি লিখেছেন, সাম্প্রতিক রাজ্য মন্ত্রিসভার বৈঠকে হাইড্রাকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তাঁর আশঙ্কা, এতে রাজ্যের অনেক মানুষের উদ্বেগ বেড়েছে। তিনি বলেছেন, সরকারের কাজ হল আবাসন, রাস্তা, সেতু, হাসপাতাল এবং সমাজের বঞ্চিত অংশগুলির জন্য প্রয়োজন মেটানোর মতো জনসাধারণের উপকার করে এমন প্রকল্পগুলি গ্রহণ করা। কিন্তু রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া অবশ্যই উচিত। তবে, এই প্রক্রিয়াটি ন্যায্যতা, বৈধতা এবং সহানুভূতির সঙ্গে করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত তা হচ্ছে না। জি কিশান রেড্ডি বলেছেন, “আমি এই খোলা চিঠিটি সরকারের সমালোচনা করার উদ্দেশ্যে লিখছি না। তবে আমি বঞ্চিতদের প্রতি অবিচার নিয়ে উদ্বিগ্ন। ফুল ট্যাঙ্ক স্তর এলাকায় অবৈধ নির্মাণ অপসারণ প্রশংসনীয়, কিন্তু এই প্রক্রিয়া স্বচ্ছ এবং আইনি পথে হওয়া উচিত।”
কোনও আলাপ-আলোচনা ছাড়াই যাদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে তাদের দুর্দশার বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জি কিষাণ রেড্ডি বলেছেন, “সরকার যদি তিন দশক আগে নির্মিত বাড়িগুলোকে অবৈধ আখ্যা দিয়ে ভেঙে দেয়, তাহলে ক্ষতিগ্রস্তরা তাদের কষ্টের কথা কোথায় বলবে?” যারা বেআইনিভাবে জমি বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সঠিক বিকল্প ছাড়াই ক্ষতিগ্রস্তদের রাতারাতি রাস্তায় ছুড়ে ফেলা তাদের ভয়ানক পরিস্থিতিতে ফেলে দেবে।