চণ্ডীগড়: পঞ্জাবে হিংসার ঘটনায় খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে খুঁজছে পুলিশ। গত ২ সপ্তাহ ধরে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াতে সক্ষম এই নেতা। তবে ধরা না দিলেও পর পর ২ দিন ইউটিউব থেকে লাইভ করতে দেখা গিয়েছে অমৃতপালকে। সেই ইউটিউব ভিডিয়োয় এই খালিস্তানি নেতা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আত্মসমর্পণ করবেন না। খালিস্তান পন্থী সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র নেতা অমৃতপালের নাগাল পেতে হিমসিম খাচ্ছে পুলিশ। নিজের রূপ ও পোশাক পরিবর্তন করে পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির বিভিন্ন প্রান্তে তিনি ঘুরছেন বলে জানা যাচ্ছে। সিসিটিভিতে তাঁকে দেখা গেলেও ধরা যায়নি। শিখদের সর্বোচ্চ সংগঠন অমৃতপালকে আত্মসমর্পণ করতে বলেছিল। সম্প্রতি খবর রটেছিল অমৃতসরের স্বর্ণ মন্দিরে আত্মসমর্পণ করবেন তিনি। কিন্তু ভিডিয়ো বার্তায় সেই সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন ‘পলাতক’ এই নেতা।
বৃহস্পতিবার এক ভিডিয়ো বার্তায় অমৃতপাল সিং বলেছেন, “যাঁরা মনে করেছেন আমি পলাতক। আমি আমার সঙ্গীদের ছেড়ে চলে এসেছি। তাঁদের মন থেকে এই ভ্রান্ত ধারণা সরিয়ে ফেলা উচিত। আমি মৃত্যুর ভয় পায় না।” পঞ্জাবি ভাষায় বলা সেই ভিডিয়োয় অমৃতপাল সাফ জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। তবে ভগবানের আশীর্বাদেেই পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছেন। পাশাপাশি স্বাধীন খালিস্তানের দাবিতে খালদা সম্প্রদায়ের সমস্ত ব্যক্তিকে এক জোট হওয়ার বার্তাও দিয়েছেন অমৃতপাল। তাঁর সঙ্গীদের গ্রেফতার করে অসময়ে ডিটেনশনের প্রসঙ্গেও ভিডিয়ো বার্তায় সরব অমৃতপাল।
এ দিনের ভিডিয়ো বার্তায় আত্মসমর্পণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ৩০ বছর বয়সী এই খালিস্তান পন্থী এই নেতা। তবে তিনি শীঘ্রই সকলের সামনে আসবেন বলে জানিয়েছেন। তবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন তিনি। অমৃতপালকে ধরতে এখনও চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাঁকে ধরতে না পারায় আদালতে ভর্ৎসিত হয়েছে পঞ্জাব সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিদেশ থেকে চলা বেশ কিছু জঙ্গি সংগঠের সাহায্য পাচ্ছেন অমৃতপাল। যার যেরেই এখনও অধরা তিনি।