Explained: পাকিস্তান নয় চিন হারল ভারতের কাছে, জানুন কীভাবে?
Operation Sindoor: কী হবে চিনা অস্ত্রের ভবিষ্যৎ? আর কেউ কিনতে চাইবে? পাকিস্তানই কি আর কিনতে চাইবে? এমনিতেই পাকিস্তানকে সস্তার অস্ত্র বেচে বেজিং। কিন্তু বেজিংয়ের অস্ত্র এভাবে ভারতের সামনে অকেজো প্রমাণিত হওয়ায় এর পর আর কি কেউ কিনতে চাইবে লালপার্টির দেশের সামরিক সরঞ্জাম?

পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কা কি শুধু পাক সেনাঘাঁটিতে লেগেছে? না। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই আঘাত সোজাসুজি লেগেছে বেজিংয়ের বুকে। তার কারণ, পাক সেনার অন্তত ৮০ শতাংশ সামরিক অস্ত্রই চিনের কাছ থেকে ভিক্ষা পাওয়া বা আমদানিকৃত। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে তুল্যমূল্য বিচারে চিনা অস্ত্রের বাজারদর আজ তলানিতে। হু হু করে পড়ছে শীর্ষস্থানীয় চিনা সংস্থার শেয়ারদর। অন্যদিকে, রাশিয়া-ফ্রান্স-সুইডেন-ইজরায়েলের অস্ত্রে বলীয়ান ভারতের অভেদ্য ডিফেন্স সিস্টেম ও দেশি ‘আকাশ’, নাগাস্ত্র প্রথম পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হওয়ায় চড়চড় করে বেড়েছে ভারতীয় সংস্থার বাজারদর। সমর বিশেষজ্ঞরা বলছেন, সংঘর্ষবিরতি চললেও এই লড়াই আর একা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতীয় সেনা যখন প্রথমবার চিনা জেট-মিসাইলকে নাস্তানাবুদ করার প্রমাণ...
